বুধবার, ২ আগস্ট ২০১৭
বঙ্গবন্ধুর সমাধিতে বশেমুরবিপ্রবি’র অাতিথ্যপরায়ণতায় মুগ্ধ যবিপ্রবি
Home Page » শিক্ষাঙ্গন » বঙ্গবন্ধুর সমাধিতে বশেমুরবিপ্রবি’র অাতিথ্যপরায়ণতায় মুগ্ধ যবিপ্রবিফয়সাল হাবিব সানি, বশেমুরবিপ্রবি প্রতিনিধি বঙ্গ-নিউজ : শোকাবহ আগস্টে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ মহান নেতার সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। অন্যদিকে একই সঙ্গে যুদ্ধাপরাধী ও সন্ত্রাস-জঙ্গিবাদ মুক্ত এক বহু কাঙ্খিত সোনার বাংলাদেশ গড়তে শপথ পাঠ করেন যবিপ্রবি’র মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন।
মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিসৌধের বেদিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ফুল দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) পক্ষ থেকে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষক মোঃ সোলাইমান হোসাইন ও বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মোঃ ইমদাদুল হক সোহাগের নেতৃত্বে বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতি ও ছাত্রলীগ কর্মীরা যবিপ্রবি পরিবারকে স্বাগত জানান ও সার্বিক সহযোগিতা করেন। পরে দুই বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর মুঠোফোনে পরস্পর শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও যবিপ্রবি’র মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন বশেমুরবিপ্রবি’র শিক্ষক, সাংবাদিক ও ছাত্রলীগ কর্মীদের অতিথেয়তায় অভিভূত ও মুগ্ধ হয়ে তাদের প্রতি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।
বাংলাদেশ সময়: ১৪:০২:১৪ ৬৭৫ বার পঠিত