মঙ্গলবার, ১ আগস্ট ২০১৭
ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে দেশ বরেণ্য কবি মহাদেব সাহার ৭৩তম জন্ম বার্ষিকী
Home Page » শিল্প ও ছবি » ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে দেশ বরেণ্য কবি মহাদেব সাহার ৭৩তম জন্ম বার্ষিকীক্যালগেরি প্রতিনিধি, বঙ্গ-নিউজঃ আগামী ৫ আগস্ট ২০১৭, শনিবার সন্ধ্যা ৬:০০মিঃ ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে ‘কবিতালোক’ আয়োজন করছে দেশ বরেণ্য কবি মহাদেব সাহার ৭৩তম জন্ম বার্ষিকী অনুষ্ঠান। জন্মদিন অনুষ্ঠানে থাকছে কবির গান ও কবিতা।
মহাদেব সাহা বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীকালের একজন অন্যতম প্রধান কবি। তিনি তাঁর সাহিত্যিক অবদান দিয়ে সব ধরনের পাঠকের মনোযোগ আকর্ষণ করেছেন। কবি মহাদেব সাহা রোম্যান্টিক কবিতার জন্য জনপ্রিয়। তার কবিতা অপরিশ্রুত আবেগের ঘনীভূত প্রকাশে তীব্র। তাঁর সর্বমোট প্রকাশিত বইয়ের সঙ্খ্যা ১৩৪, এর মধ্যে কাব্যগ্রন্থ ৭৫, শিশু সাহিত্য ৯ গদ্যগ্রন্থ ১৫ সঙ্কলন গ্রন্থ ৩৫। সম্প্রতি কবি ক্যালগেরিতে বসে রচনা করছেন গান। তাঁর গানের সঙ্খ্যা আনুমানিক ৩০০। তাঁর মধ্যে আছে দেশাত্মবোধক, বাউলাংগ, প্রার্থনা সঙ্গীত, প্রকৃতি ও প্রেম পর্যায়ের গান। তিনি গান রচনা বাংলার পঞ্চকবির গণ্ডির মাঝেই রেখেছেন। তাঁর গানের দ্বার উন্মোচন হবে এবারে তাঁর জন্মদিন উৎসবে।
আপনার সবাই আমন্ত্রিত।
বাংলাদেশ সময়: ২৩:৩৭:৩৭ ১০১৮ বার পঠিত