মঙ্গলবার, ১ আগস্ট ২০১৭
ভিসা জটিলতা না কাটলে ৪০ হাজার যাত্রীর হজ অনিশ্চিত
Home Page » জাতীয় » ভিসা জটিলতা না কাটলে ৪০ হাজার যাত্রীর হজ অনিশ্চিতবঙ্গ-নিউজ: ই-ভিসা জটিলতার সমাধান না হলে ৪০ হাজার যাত্রীর হজ অনিশ্চিত হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।মঙ্গলবার সকালে হজক্যাম্পে হজযাত্রীদের জন্য বিশেষ সেবা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।
বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে হজযাত্রীদের জন্য মাসব্যাপী এ সেবার আয়োজন করেছে বিমান শ্রমিক লীগ (সিবিএ)।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বিমান বাংলাদেশ হজযাত্রী পরিবহনে শতভাগ প্রস্তুত। তবে ভিসা সমস্যার কারণে হজযাত্রীদের পরিবহন করা যাচ্ছে না। এ অবস্থায় সবচেয়ে বড় সমস্যা হবে ফ্লাইট বরাদ্দ নিয়ে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর জন্য বিমান আবেদন করেছে। সেগুলো পেলে সমস্যা হবে না। আর না পেলে ৪০ হাজার হজযাত্রীর হজ অনিশ্চিত হয়ে পড়বে।
বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) ইনামুল বারী, বিমানের এমডি ও সিইও এএম মোসাদ্দিক আহমেদ, শ্রমিক লীগ (সিবিএ) সভাপতি মো. মশিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬:২২:১৩ ৪৫৯ বার পঠিত