মঙ্গলবার, ১ আগস্ট ২০১৭
আলাদা হলো সেই জোড়া শিশু তৌফা ও তহুরা
Home Page » জাতীয় » আলাদা হলো সেই জোড়া শিশু তৌফা ও তহুরাবঙ্গ-নিউজ:গাইবান্ধার দশ বছরের জোড়া শিশু তৌফা ও তহুরাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে অস্ত্রোপচার করে আলাদা করা হয়েছে। আজ দুপুরে অপারেশন শেষে এ কথা জানান ঢামেকের শিশু সার্জারি বিভাগের প্রধান আশরাফুল হক কাজল।
বেলা পৌনে তিনটার দিকে ডা. শিউলী জানান, ‘এখনো অপারেশন চলছে। আমরা শিশু দুটিকে আলাদা করতে পেরেছি। শিশুদ্বয় আপাতত সুস্থ্য আছে।’
তিনি আরও বলেন, ‘এখন আমরা আলাদা হওয়া দুই শিশুর শরীরে আলাদা আলাদাভাবে কাজ করছি। এতে আরও ৩/৪ ঘন্টা সময় লেগে যাবে। এরপর আমরা বলতে পারবো অপারেশন সফল না বিফল হলো। তবে আমাদের বিশ্বাস আমরা সফল হবো।
এর আগে সকাল ৯টা থেকে পেডিয়াট্রিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. কানিজ হাসিনা শিউলীর তত্ত্বাবধানে শিশুদ্বয়ের অপারেশন কার্যক্রম শুরু হয়।
উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের ঝিনিয়া গ্রামের রাজু মিয়ার স্ত্রী সাহিদা বেগম নিজ বাড়িতে জোড়া কন্যা সন্তানের জন্ম দেন। কোমরের কাছে জোড়া লাগানো শিশু দুটির সব অঙ্গপ্রত্যঙ্গই আলাদা। শুধু প্রস্রাব-পায়খানার রাস্তা একটি। প্রথমবার ঢামেকে ভর্তির পর অপারেশনের মাধ্যমে তাদের পায়ুপথ আলাদা করা হয়। এরপর তাদের ফের ভর্তির তারিখ নির্দিষ্ট করে ছুটি দেওয়া হয়। সাহিদা বেগম ও রাজু মিয়া দম্পতির পাঁচ বছর বয়সী একটি ছেলেও রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:৫৮:৫৪ ৪৬৯ বার পঠিত