মঙ্গলবার, ১ আগস্ট ২০১৭
দেশে ফিরেই সরকারি চাকরি পাচ্ছেন সিদ্দিকুর:স্বাস্থ্যমন্ত্রী
Home Page » জাতীয় » দেশে ফিরেই সরকারি চাকরি পাচ্ছেন সিদ্দিকুর:স্বাস্থ্যমন্ত্রীবঙ্গ-নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজ শিক্ষার্থীদের রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে আন্দোলনে নেমে পুলিশের টিয়ার শেলে দৃষ্টিশক্তি হারাতে বসা তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানকে চাকরি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
আজ ১ আগস্ট দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ‘চিকুনগুনিয়া ২০১৭ : ঢাকা এক্সপেরিয়েন্স’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী বলেছেন, সিদ্দিকুর দেশে ফিরলেই আমি তাকে চাকরি দেব। সরকারি ওষুধ কোম্পানি ‘এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড’ বা ইডিসিএলে তাকে চাকরি দেয়া হবে। বর্তমানে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন সিদ্দিকুর। শেষ চেষ্টা করা হবে যাতে অন্তত একটা চোখে সে দেখতে পারে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে ৭ কলেজের শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগে অবস্থান নেন। এসময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ছোড়ে এবং লাঠিপেটা করে। পুলিশের টিয়ারশেল চোখে লাগলে গুরুতর আহত হন সিদ্দিকুর রহমান।
প্রথমে সিদ্দিকুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরপর তাকে চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটে ভর্তি করা হয়। সেখানে শনিবার তার চোখে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার একটি চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আরেক চোখে আলো ফেরার কিছুটা আশা রয়েছে।
এর আগে নিম্নবিত্ত পরিবারের এই কলেজছাত্রের চিকিৎসার দায়িত্ব যেন সরকার নেয়, সেই দাবি জানিয়ে আসছিলেন তার সহপাঠীরা। এর একদিন পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিদ্দিকুরের চিকিৎসার খরচ সরকার বহন করবে জানিয়ে চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে পাঠানোর কথা বলা হয়।
এরপর মঙ্গলবার সিদ্দিকুরকে হাসপাতালে দেখতে গিয়ে তাকে চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয়ে নেওয়ার দিনক্ষণ ঠিক হওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। চিকিৎসার ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এবং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সিদ্দিকুর ও তার ভাই নওয়াব আলী।
বাংলাদেশ সময়: ১৫:২৮:০১ ৮৫৪ বার পঠিত