মঙ্গলবার, ১ আগস্ট ২০১৭

আজ বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু

Home Page » আজকের সকল পত্রিকা » আজ বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু
মঙ্গলবার, ১ আগস্ট ২০১৭



মা ও শিশু ফাইল ছবি
বঙ্গ-নিউজঃ  বাংলাদেশে ১৫ থেকে ২০ ভাগ শিশু মারাত্বক অপুষ্টির শিকার। অপুষ্টির কারণে প্রতি বছর অনেক শিশুর প্রাণহানি ঘটে। অনেক শিশু খর্বাকৃত হয়ে বেড়ে ওঠে। এই অপুষ্টিজনিত সমস্যা দূর করতে শিশুদের বুকের দুধ খাওয়ানোর হার বাড়াতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক।

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সোমবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

উল্লেখ্য, আজ ১ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত পালিত হবে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। সরকারি ও বেসরকারি সংগঠনগুলো নানা আয়োজনে এ সপ্তাহ পালন করবে।

বাংলাদেশ সময়: ১২:৫২:৪২   ২৭৮৮ বার পঠিত