শুক্রবার, ৭ জুন ২০১৩
আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে রিজেন্ট এয়ার
Home Page » অর্থ ও বানিজ্য » আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে রিজেন্ট এয়ারবঙ্গ- নিউজ ডটকমঃ প্রথমবারের মত মালয়শিয়ায় ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে বেসরকারী বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ। আর এর মাধ্যমে আন্তর্জাতিক রুটে যাত্রা শুরু করতে যাচ্ছে সংস্থাটি।বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজেন্ট এয়ারওয়েজের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়।
রিজেন্টের ব্যবস্থাপনা পরিচালক মাশরুফ হাবিব উদ্বোধনের ঘোষণা দিয়ে বলেন, রিজেন্ট এয়াওয়েজ বিগত দুই বছরে শতকরা ৯৭ ভাগ যথাসময়ে ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ করতে সক্ষম হয়েছে এবং সেবা প্রদান করেছে ৫ লাখেরও বেশী যাত্রীকে। তাই এ অর্জনকে বিবেচনায় রেখেই পা রাখছে আন্তর্জাতিক অঙ্গনে।
এসময় উপস্থিত মালেশিয়ার রাষ্ট্রদূত ম্যাডাম নরলিন বিনতে ওথমান বলেন, মালয়শিয়ার সাথে সরাসরি ফ্লাইট যোগাযোগের মাধ্যমে সম্পর্ক আরও উন্নত হবে দু’দেশের।
এছাড়াও মালয়শিয়ায় ভ্রমণ ও চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশীদের জন্য ভিসা আবেদনের প্রক্রিয়া সহজ করা হচ্ছে বলেও জানান তিনি।
সম্প্রতি ১২৬ আসনের ২টি নেক্সট জেনারেশন বোয়িং ৭৩৭-৭০০ এয়ারক্রাফট ড্রাই লিজ নিয়েছে রিজেন্ট এয়ারওয়েজ। যার মধ্যে ১২টি বিজনেস ক্লাস ও ১১৪টি ইকোনমি ক্লাসের আসন রয়েছে বলেও জানান মাশরুফ হাবিব।
আগামি ৭ জুলাই শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশ্যে আন্তর্জাতিক উদ্বোধনী ফ্লাইটটি ছেড়ে যাবে বলে জানা যায়।
বাংলাদেশ সময়: ১৫:৩৩:৪২ ৫৪৭ বার পঠিত