রবিবার, ৩০ জুলাই ২০১৭
বশেমুরবিপ্রবিতে শোকাবহ অাগস্টে নানান কর্মসূচি গ্রহণ
Home Page » শিক্ষাঙ্গন » বশেমুরবিপ্রবিতে শোকাবহ অাগস্টে নানান কর্মসূচি গ্রহণ
বশেমুরবিপ্রবি থেকে ফয়সাল হাবিব সানি বঙ্গ-নিউজঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৭ কে কেন্দ্র করে শোকাবহ অাগস্টে মাসব্যাপী নানার কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
উক্ত কর্মসূচির মধ্যে রয়েছে ১ আগস্ট কালো ব্যাচ ধারণ, ৮ আগস্ট শোক র্যালী, ৯ আগস্ট বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ১৫ আগস্ট টুঙ্গিপাড়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের নেতৃত্বে জাতীয় অনুষ্ঠানে অংশগ্রহণ এবং বাদ আছর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল, ১৬ আগস্ট আলোচনা সভা, ২৩ আগস্ট পুনরায় মাননীয় উপাচার্যের নেতৃত্বে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ ও সূরা ফাতিহা পাঠ।
এছাড়াও, ১ আগস্ট ও ১৫ আগস্ট ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার। উল্লেখ্য, এ কর্মসূচিসমূহ যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস-২০১৭ পালন কমিটিও গঠন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:৩৪:২৩ ৪৬০ বার পঠিত