বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭

নরেন্দ্র মোদির প্রশংসা করল চীনা সংবাদমাধ্যম

Home Page » বিশ্ব » নরেন্দ্র মোদির প্রশংসা করল চীনা সংবাদমাধ্যম
বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭



---

বঙ্গ-নিউজঃসিকিম সীমান্তে ভারত-চীন উত্তেজনা এখনও অটুট। তার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করল চীনের সংবাদমাধ্যম। মোদীর বিদেশনীতির প্রশংসা করে চীনের সংবাদমাধ্যম Xinhua news agency.

ওই সংবাদমাধ্যমে বলা হয়েছে, ভারত সক্রিয়ভাবে বৈদেশিক বিনিয়োগ পাচ্ছে। গত দুবছরে গোটা বিশ্বের নজর কেড়েছে ভারত, ফলে অনেক দেশই সরাসরি বিনিয়োগ করছে। মোদির আমলে বিদেশনীতি যথেষ্ট সক্রিয় হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, চীনের সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসে বলা হয়েছে, শুধুমাত্র ব্রিকস সম্মেলনে যোগ দিতেই চীনে আসছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। ডোকলাম ইস্যুতে কথা বলার জন্য নয়।

গ্লোবাল টাইমসের ওই রিপোর্টে দাবি করা হয়েছে, দোভালের সঙ্গে শুধুমাত্র সুরক্ষা সম্পর্কিত একটি রুটিন বৈঠক হবে। দোভালের এই সফরে সীমান্তের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলেই আশা করছেন বিশেষজ্ঞরা। সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে বলেও অনুমান করা হচ্ছে।

প্রসঙ্গত, ব্রিকস সম্মেলন সংক্রান্ত বৈঠকে যোগ দিতে আগামী ২৭ ও ২৮ জুলাই বেজিংয়ে থাকবেন দোভাল।

বাংলাদেশ সময়: ০:২৫:১২   ৪২১ বার পঠিত