বুধবার, ২৬ জুলাই ২০১৭

“২০২১ সালের প্রত্যাশা অর্জনে ইউনিয়নভিত্তিক পরিকল্পপনা অররিহার্য” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Home Page » জাতীয় » “২০২১ সালের প্রত্যাশা অর্জনে ইউনিয়নভিত্তিক পরিকল্পপনা অররিহার্য” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বুধবার, ২৬ জুলাই ২০১৭



---

মু তরিকুল ইসলাম,বঙ্গ-নিউজঃ’মুক্তিযুদ্ধের সুবর্নজয়ন্তী উদযাপিত হোক দারিদ্র্যমুক্ত বাংলাদেশে’- এই শ্লোগান নিয়ে প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে একটি জাতীয় প্রত্যাশা ঘোষনার দাবি জানিয়ে এসেছে ‘প্রত্যাশা ২০২১ ফোরাম’ এরই ধারাবাহি্কতায় গত ২৫ জুলাই ধানমন্ডি ৮/এ এর একটি হোটেলে ”২০২১ সালের প্রত্যাশা অর্জনে ইউনিয়নভিত্তিক পরিকল্পপনা অপরিহার্য” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ’প্রত্যাশা ২০২১ ফোরাম’ এর চেয়ারম্যান এসএম আজাদ হোসেন, প্রধান অতিথীর বক্তব্য রাখেন উজবেকিস্তানে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত ও প্রত্যাশা ২০২১ ফোরামের প্রতিষ্ঠাতা আহব্বায়ক জনাব মসয়ূদ মান্নান, বিশেষ অতিথীর বক্তব্য রাখেন মোঃ এমদাদ উল্লাহ মিয়া -যু্গ্ন সচিব স্থনীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মত্রনালয়।বক্তারা বলেন টাকার অভাব নয় বরং উন্নয়ন প্রত্যাশিত মানুষের মনের ভরশা জাগিয়ে তোলা, তৃনমূলে সপ্ন তৈরি এবং বাস্তবায়নে সামান্য সহযোগীতা নিশ্চিত করা হলে বাংলাদেশের প্রতিটি ইনিয়নের পক্ষে দারিদ্র্য অবসান করা সম্ভব।

বাংলাদেশ সময়: ২৩:৫৭:৩৬   ৫৪৪ বার পঠিত