বুধবার, ২৬ জুলাই ২০১৭
পদত্যাগ করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ
Home Page » বিশ্ব » পদত্যাগ করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ
বঙ্গ-নিউজঃ আজ বুধবার সন্ধ্যায় ভারতের বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার পটনার রাজ ভবনে গিয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন। মহাজোট সরকারের বৃহত্তম শরিক তথা লালুপ্রসাদের দল আরজেডি-র সঙ্গে বেশ কিছু দিন ধরেই নানা ইস্যুতে টানাপড়েন চলছিল নীতীশ কুমারের।
দুর্নীতির মামলায় লালু এবং তাঁর ছোট ছেলে তথা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বীপ্রসাদ যাদব সিবিআই তদন্তের মুখে পড়ায় সেই টানাপড়েন আরও বেড়েছিল। নীতীশ প্রথম কয়েক দিন নীরব থাকার পর জানান, তেজস্বীর পতগ্যাগই কাম্য। কিন্তু লালুপ্রসাদ এবং তাঁর গোটা দল তেজস্বীর পাশেই থেকেছে। তেজস্বী পদত্যাগ করবেন না বলে আরজেডি-র পক্ষ থেকে বার বার জানানো হয়েছে।
রাজ্যপালের কাছে পদত্যাগ পত্র জমা দেওয়ার পরে নীতীশ বলেন, আমি সব সময়ে বিহারের উন্নতির চেষ্টা করেছি। আমি কারও পদত্যাগ চাইনি। আমি চেয়েছিলাম তেজস্বী তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাখ্যা দিন। কিন্তু বিতর্ক যেভাবে চলছে তাতে কাজ করা সম্ভব হল না।
নীতীশ আরও বলেন, আমি জোট ভাঙতে চাইনি। জোট রাখার জন্য রাহুল গান্ধীর সঙ্গে কথা বলেছি। কিন্তু আর সরকার চালানো সম্ভব হচ্ছিল না। শেষ পর্যন্ত অন্তরাত্মার ডাকে পদত্যাগ করলাম।
বাংলাদেশ সময়: ২০:৩৮:৪৫ ৩৯৩ বার পঠিত