বুধবার, ২৬ জুলাই ২০১৭
আধুনিক গ্রাম-বায়াজিদ গালিব
Home Page » সাহিত্য » আধুনিক গ্রাম-বায়াজিদ গালিব
তুমি যাবে ভাই যাবে মোর সাথে মোদের মডার্ন গাঁয়?
দালান কোঠায়, গ্রাম ভরে যায়, গাছপালার যায়গায়!
কঠিন ভাবে আছে যে দাঁড়িয়ে
আকাশের দিকে মাথাটা বাড়িয়ে
মায়ের বুকেতে আঘাত করিয়া, বাবার ঋণের দায়
তুমি যাবে ভাই যাবে মোর সাথে গ্রামের আধুনিকতায়।
ছোট গাঁও খানি, শুখানো নদীটি, তারই পাশ দিয়া
দুর্গন্ধের খালটি হইয়া, অসহায়ের মতো আছে যে পড়িয়া।
খালের কিনারে মরে আছে পড়ি,
শকুনের দল টানাটানি করি
মরা গবাদির দেহখানি ধরি, মনের সুখে উঠিছে নাচিয়া
দুই পায়ের ফাঁদেতে ফেলিয়া, খাওয়ার আনন্দে উঠেছে মাতিয়া।
তুমি যাবে ভাই যাবে মোর সাথে, আমাদের নষ্ট গাঁয়।
কলা গাছ নাই, কল কারখানা ঘিরিয়া রয়েছে তায়।
সরু পথ খানি শানেতে বাঁধিয়া
রিকশা-টেম্পু আনিছে টানিয়া
সিনেমা হলের, নাচে আর গানে, ধরিয়া রাখিবে তায়
বুক খানি তার ভরে দেবে বুঝি, লোভ আর লালসায়।
তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের সেই গাঁয়?
—— বায়াজিদ গালিব, ক্যালগেরি
আমার অন্যতম প্রিয় পল্লি কবি জসিমুদ্দিন। তাঁর একটি কবিতার আদলেই লিখলাম তাঁর গ্রামের বর্তমান অবস্থা। আধুনিকতার ছোঁয়া…
বাংলাদেশ সময়: ১৯:৪৮:৫৭ ৬৭৯ বার পঠিত