আধুনিক গ্রাম-বায়াজিদ গালিব

Home Page » সাহিত্য » আধুনিক গ্রাম-বায়াজিদ গালিব
বুধবার, ২৬ জুলাই ২০১৭



পল্লী কবি জসীম উদ্দিন
তুমি যাবে ভাই যাবে মোর সাথে মোদের মডার্ন গাঁয়?
দালান কোঠায়, গ্রাম ভরে যায়, গাছপালার যায়গায়!
কঠিন ভাবে আছে যে দাঁড়িয়ে
আকাশের দিকে মাথাটা বাড়িয়ে
মায়ের বুকেতে আঘাত করিয়া, বাবার ঋণের দায়
তুমি যাবে ভাই যাবে মোর সাথে গ্রামের আধুনিকতায়।
ছোট গাঁও খানি, শুখানো নদীটি, তারই পাশ দিয়া
দুর্গন্ধের খালটি হইয়া, অসহায়ের মতো আছে যে পড়িয়া।
খালের কিনারে মরে আছে পড়ি,
শকুনের দল টানাটানি করি
মরা গবাদির দেহখানি ধরি, মনের সুখে উঠিছে নাচিয়া
দুই পায়ের ফাঁদেতে ফেলিয়া, খাওয়ার আনন্দে উঠেছে মাতিয়া।
তুমি যাবে ভাই যাবে মোর সাথে, আমাদের নষ্ট গাঁয়।
কলা গাছ নাই, কল কারখানা ঘিরিয়া রয়েছে তায়।
সরু পথ খানি শানেতে বাঁধিয়া
রিকশা-টেম্পু আনিছে টানিয়া
সিনেমা হলের, নাচে আর গানে, ধরিয়া রাখিবে তায়
বুক খানি তার ভরে দেবে বুঝি, লোভ আর লালসায়।
তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের সেই গাঁয়?

আধুনিক কবি বায়াজিদ গালিব
—— বায়াজিদ গালিব, ক্যালগেরি

আমার অন্যতম প্রিয় পল্লি কবি জসিমুদ্দিন। তাঁর একটি কবিতার আদলেই লিখলাম তাঁর গ্রামের বর্তমান অবস্থা। আধুনিকতার ছোঁয়া…

বাংলাদেশ সময়: ১৯:৪৮:৫৭   ৬৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ