সোমবার, ২৪ জুলাই ২০১৭

ভুলেও কেউ আত্মহত্যা করোনা -ইভা আলমাস

Home Page » শিক্ষাঙ্গন » ভুলেও কেউ আত্মহত্যা করোনা -ইভা আলমাস
সোমবার, ২৪ জুলাই ২০১৭



ইভা আলমাস

মহা আকাঙ্ক্ষিত এইচ এস সি পরীক্ষার রেজাল্ট দেওয়া হল। এই পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী ইচ্ছেমত এক্সপেরিমেন্ট করেছেন। তাই অনেকেই আশানুরূপ রেজাল্ট হয়তো করতে পারেনি। বাচ্চাদের মন খারাপ, কান্নাকাটি সব মিলিয়ে এক হ-য-ব-র-ল অবস্থা! আমি বলবো, এ রেজাল্ট নিয়ে মন খারাপ করার কিছু নেই। এক্সাম হলো বন্দুকের গুলির মত। যা খাতায় দিয়ে এসেছো, তা ফেরানোর উপায় নেই। কিন্তু সামনের রেজাল্ট ভালো করার পথ পুরোটাই খোলা। তাই দুঃখ না করে কি করে ভালো একটা ভার্সিটিতে লেখাপড়া করা যায় সে ভাবনা ভাবো। আর আত্মহত্যার  কথা যারা ভাবছো, তারা চুপিচুপি একটি কথা জেনে যাও, পোষ্টমর্টেম করার সময় ডেডবডির মাথার খুলি হাতুড়ি বাটাল দিয়ে আলাদা করে। আর কলিজা টেনে হিঁচড়ে বের করে। তাই ভুলেও কেউ নিজের এতো যত্নের দেহটাকে ডোমের হাতে তুলে দিওনা প্লিজ। আমরা নিজের জীবন যখন দিতে পারবোনা তখন এই জীবন নেবার অধিকার আমাদের আছে কিনা মরার আগে একবার ভেবে দেখো।
ভালো থেকো এইচ এস সি পরীক্ষার্থীরা সবাই..

বাংলাদেশ সময়: ৯:০৪:৩৭   ৬৫৫ বার পঠিত