সোমবার, ২৪ জুলাই ২০১৭
ভোর দেখা- তাসলিমা রহমান চাঁদ
Home Page » ফিচার » ভোর দেখা- তাসলিমা রহমান চাঁদভোরের আলোয় বাড়ছে দিগন্তের ছায়া রেখা, সাথে পাখির কিচিরমিচির সবুজ গাছের ডালে, বা দালানের ছাদের এক কোনে, মেঘ গুলো জমা হচ্ছে আকাশের নিড়ে। চোখ দু’টা থমকে আছে, প্রকৃতির মাঝে, প্রতিদিন একই তালে ভিন্ন ভিন্ন রুপে। ভোরের এই চেনা রুপ বারবার আসে, নিশ্চুপ কুহুতানে, ভালবাসার সাতকাহনে।।
এক কাপ রং চা হাতে তাকিয়ে থাকা, ওই ছবি টার নিরব সুরের দিকে, যা ভাসিয়ে নিয়ে যায় দুর দুরবিনে।
পুরোনো বইয়ের পাতা টা ধুসর গায়ে, পুরোনো সুর ধরেছে আজ। মিলে মিশে রয়েছে কিছু কথা, দুর্বার অন্তর নিপিড়ন ব্যাথার সেই সুরে, ছিড়ে যাওয়া স্মৃতির মেলা, তবুও তো পথ চলা।
ভোরের আলো গুলো আবিরখেলায় অভিভূত,, ভাবনারাও শুধরে ডানা মেলেছে, মেঘের ভেলায় বৃষ্টির অবগাহনে, অথবা সোনালি রোদ্দুর দৃষ্টির আঙিনায়।
বাংলাদেশ সময়: ৭:২৯:৩০ ৬২৬ বার পঠিত