সোমবার, ২৪ জুলাই ২০১৭

টঙ্গীতে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ র্শীষে

Home Page » শিক্ষাঙ্গন » টঙ্গীতে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ র্শীষে
সোমবার, ২৪ জুলাই ২০১৭



সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ এর প্রিন্সিপাল ও শিক্ষার্থীবৃন্দ
বঙ্গ-নিউজ: এইচ এসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে পাশের হার এবার টঙ্গীতে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ র্শীষে । টঙ্গী শিল্পাঞ্চলের ৮টি কলেজে এবারের এইচ এসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের ভয়াবহ ফল বিপর্যয় ঘটেছে। উল্লেখযোগ্য হারে প্রত্যেকটি কলেজ থেকে ছাত্রছাত্রীর ফেলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কি কারণে এধরনের ভয়াবহ ফল বিপর্যয় ঘটলো তা ছাত্রছাত্রী, অভিভাবক এমনকি শিক্ষকরাও কোন সদউত্তর দিতে পারছেন না। টঙ্গী পাইলট এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন মিয়া জানান, এবারের এইচ এসসি পরীক্ষায় প্রশ্ন পত্রে নতুন মানবন্টনের কারণে ছাত্রছাত্রীরা সময় অভাবে সকল প্রশ্নের উত্তর হয়তো যথাযথভাবে দিতে পারেনি। এটি একটি ফল বিপর্যয়ের কারণ হতে পারে। তবে এ বিষয়ে আরো বিস্তারিত জানার পর প্রকৃত কারণ জানা যাবে ফল বিপর্যয়ের। টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ থেকে বিগত বছরগুলোতে যেখানে শতাধিক ছাত্রছাত্রী জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হতো, আর এ বছর ওই প্রতিষ্ঠান থেকে ৭৮৬জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়ে মাত্র ৪২জন ছাত্রছাত্রী জিপিএ-৫ পেয়েছে। এ প্রতিষ্ঠানে ৭২জন ছাত্রছাত্রী ফেল করেছে। যা এ প্রতিষ্ঠানের জন্য অকল্পনীয়। টঙ্গী পাইলট কলেজ থেকে ৩৬৫জন পরীক্ষা দিয়ে ২৫৯জন উত্তীর্ণ হলেও জিপিএ-৫ পেয়েছে মাত্র ১জন। এ প্রতিষ্ঠান থেকে ফেল করেছে ১০৬জন ছাত্রছাত্রী। টঙ্গী সরকারি কলেজ থেকে ১১৪৪জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে ৬১৪জন। সরকারি এ কলেজটিতে ৫৩০জন ছাত্রছাত্রী ফেল করেছে। সরকারি এ কলেজ থেকে কেউ জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হতে পারেনি। সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ থেকে ১২৪জন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে ১০১জন। এ প্রতিষ্ঠান থেকে ৪জন জিপিএ-৫ পেয়েছে। তবে প্রতিষ্ঠানটিতে ফেলের সংখ্যা তুলনামূলকভাবে কম।  সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ এর প্রিন্সিপাল ওয়াদুদুর রহমান বঙ্গ-নিউজকে বলেন ” আমার কলেজের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা যে প্রচেষ্টা করেছে সে তুলনায় ফলাফল হয়নি, আমি নিজে এবং সকল অভিভাবকবৃন্দ খুশি নয় তবে আমদের চেষ্টা কর্মপরিকল্পনা আরও বৃদ্ধি করব।” সাহাজ উদ্দিন সরকার  স্কুল এন্ড কলেজ থেকে ২৬০জন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে ১৪৮জন। ফেল করেছে ১১২জন ছাত্রছাত্রী। এর মধ্যে একজনও জিপিএ-৫ পায়নি। টঙ্গীর সাতাইশ কলেজ থেকে ৭৩জন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে ৩৫জন। ফেল করেছে ৩৮জন। টঙ্গী কমার্স কলেজ থেকে ৯১জন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে ৪৯জন। ফেল করেছে ৪২জন। এবারের এইচএসসি পরীক্ষায় টঙ্গী শিল্পাঞ্চলের কলেজগুলোতে এ ধরনের ভয়াবহ ফল বিপর্যয়ের কারণে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মাঝে হতাশা নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ০:১৮:২৫   ৮১৯ বার পঠিত