রবিবার, ২৩ জুলাই ২০১৭
শিক্ষার মান বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান
Home Page » জাতীয় » শিক্ষার মান বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান
বঙ্গ-নিউজ: শিক্ষার মান বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ রবিবার সকালে গণভবনে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে হবে। এই বয়সে তাদের সবচেয়ে বেশি প্রয়োজন সঠিক গাইডলাইন দেওয়া। এ সময় ছেলেমেয়েরা যেন মাদকাসক্তি ও জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, বাংলাদেশকে নিরক্ষরমুক্ত করে বিজ্ঞান-প্রযুক্তিভিত্তিক শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেন। ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর থেকে শুরু করে বর্তমান সরকারও সে আদর্শকে লালন করে শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫:৩৬:৩৬ ৪৪৯ বার পঠিত