শনিবার, ২২ জুলাই ২০১৭
ফয়সাল হাবিব সানি’র কবিতা `নীলাবতী-১১’
Home Page » বিবিধ » ফয়সাল হাবিব সানি’র কবিতা `নীলাবতী-১১’
নীলাবতী জানো,
এ বৃষ্টি অামার খুব ভালো লাগে!
বৃষ্টির প্রতি ফোঁটার মধ্যে কোনো এক ফোঁটা যেন তুমি হয়ে ঝরো
অামি সে একটি `তুমি’ ফোঁটার প্রতীক্ষায় বৃষ্টিতে ভিজি, ভোরে ভিজি, সকালে ভিজি, দুপুরে ভিজি, অপরাহ্নে ভিজি, সন্ধ্যায় ভিজি, সারা নিশি, সারা নিশি মানে অন্তহীন ভিজি!
সদ্য দুরন্ত ষোড়শ কিশোরের মতো বড্ড বেশি ভিজি, এখন অামার ভিজতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে মানে ভালোবাসা জাগে
হয়তো সে ভালো লাগা, ভালোবাসার উত্থান ও জন্ম তোমার জন্যই নীলাবতী!
তবে ইদানিং বৃষ্টিতে ভিজলে অামার খুব জ্বর হয়, সর্দি হয়, কাঁশি হয়, একদলা কফ মুখনিঃসৃত হয়
তবু জানি, এ অসুখ অামায় সইতে হবে! অামি যে শুধু সেই একটি ফোঁটার জন্য অপেক্ষা করি, অপেক্ষা করে প্রতীক্ষা করি, প্রতীক্ষা করতে করতে কিছু করি, অন্তত কিছু তো একটা কিছু তো করি…
নীলাবতী,
ঊনিশটা বছর কেবল বছরে কাটিয়েছি, বছরে কাটানো মানে মানবহীন নয়, এভাবে কাটানো মানে নিঃসঙ্গতা, নিঃসঙ্গতা মানে একা, অারও একা অারও বেশি একা অারও!
একটি প্রশ্ন, তবে করলামঃ
`অাচ্ছা নীলাবতী,
তুমিও কি কখনো অামার জন্য কবি’র মতো বৃষ্টিতে ভিজেছো?’
বাংলাদেশ সময়: ২৩:৪৬:৪৫ ৮৯২ বার পঠিত #সাহিত্য