শনিবার, ২২ জুলাই ২০১৭
‘ইসলামের নামে নিরীহ মানুষ হত্যা সহ্য করা হবে না’
Home Page » প্রথমপাতা » ‘ইসলামের নামে নিরীহ মানুষ হত্যা সহ্য করা হবে না’বঙ্গ-নিউজঃ ইসলামের নামে নিরীহ মানুষকে হত্যা সহ্য করা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকালে হজ ক্যাম্প আশকোনায় হজ কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, নিরীহ মানুষকে মারার অধিকার কারো নেই। আর আত্মঘাতী হওয়া ধর্মের কোথাও উল্লেখ নেই। ধর্মের নামে যারা বিপথে যাচ্ছেন দোয়া করি তারা যেন সুপথে ফিরে আসেন।
বাংলাদেশে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ বরদাশত করা হবে না জানিয়ে তিনি আরও বলেন, ইসলাম ধর্ম নিয়ে কেউ যাতে বিভ্রান্তি ছড়াতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। সবাই যাতে শান্তিতে বসবাস করতে পারে সে ব্যবস্থা করতে হবে।
হজ নীতি আরও উন্নত করা হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, সৌদিতে হাজীদের অবস্থান জানতে হজ যাত্রীদের রেজিস্ট্রেশন ডিজিটাইজড করা হয়েছে। হজ যাত্রীদের যাতে হয়রানির শিকার না হয় সেই ব্যবস্থাও করা হয়েছে।
এর আগে, সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের হজ কার্যক্রমের আনুষ্ঠনিকতার উদ্বোধন করেন।
সোমবার (২৪ জুলাই) প্রথম দিন প্রথম হজ ফ্লাইটে (বিজি-১০১১) ৪১৯ জন হজযাত্রী নিয়ে জেদ্দায় যাবে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ। ওই দিন হজ ফ্লাইটে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজযাত্রীদের বিদায় জানাবেন।
বাংলাদেশ সময়: ১৩:২৭:৫৬ ৩৭৩ বার পঠিত