শনিবার, ২২ জুলাই ২০১৭
“হাত খুলে আবার লিখছি”- রাজিব আহমেদ
Home Page » ফিচার » “হাত খুলে আবার লিখছি”- রাজিব আহমেদবঙ্গ-নিউজঃ-রাজিব আহমেদ -আমি ভীষন সৌভাগ্যবান গানে। অতি অল্প বয়সে, শুরুতেই নিজের একটি ধারা তৈরি করতে পেরেছিলাম গানে। ৯০ দশকের শেষ ভাগে তা লুফে নিয়েছিলো বাংলা গানের শ্রেতারা। একটা সময়ে এসে সবাই যখন ওই একই যায়গায় হাত দিলো তখন আর আমার নিজের বলে থাকেনি ওই স্টাইল। এটাও খুব স্বাভাবিক । কে কোথায় কখন প্রথম টিসার্ট পড়ে পার্টি এ্যাটেন করেছিলো সেটা বড় বিষয় না। বিষয় হলো এখন এভাবে যাওয়া যায়। যাই হোক, সে সময় থেকে যারা গান শোনার ফাঁকে আমার লেখাকেও গুরুত্ব দিয়েছেন, তাদের অনেকেই বলে থাকেন ভাই লেখাটা আগের মতো না। আমি বলেছি সময়ের সাথে বদলে গেছে স্টাইল। গত রোজার ঈদের পরে এ বিষয়ে প্রশ্ন তুলেছেন খোদ আসিফ আকবর ভাই। বলেছেন, রাজীব তোমার রোমান্টিক গান কই? সেড রোমান্টিক কই? আমি যেন শুধু এই একটা কথার জন্যই অপেক্ষা করছিলাম। হাত খুলে আবার লিখছি। আমি প্রেমিক মানুষ। রোমান্টিক বা সেড রোমান্টিক হলে আমার হাত এমনিতেই ছোটে। শুক্রবার থেকে শুরু হয়েছে ভয়েস দেয়া । প্রথম দিনেই আমার আধপাগল ভাই ফাটিয়ে দিযেছেন “দেবদাসের হাসি” গানে। রবিবার গাওয়ার কথা রয়েছে “সর্বনাশ হলো” দুটো গানেরই সুর সংগীত শাহারিয়ার রাফাতের।
তোকে অনেক ভালোবাসিবো
অনেক ভালো রাখিবো
তুই একটু ভালোবাস
না হয় হাসলো, দেবদাস…..
বাংলাদেশ সময়: ১৩:২৪:৩২ ৬৬৯ বার পঠিত