শনিবার, ২২ জুলাই ২০১৭

ছবি বিকৃতির অভিযোগে ইউএনওর বিরুদ্ধে মামলা করা সেই নেতা বহিষ্কার

Home Page » ফিচার » ছবি বিকৃতির অভিযোগে ইউএনওর বিরুদ্ধে মামলা করা সেই নেতা বহিষ্কার
শনিবার, ২২ জুলাই ২০১৭



ওবায়দুল্লাহ সাজু
বঙ্গ-নিউজঃ   জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃতির অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে মামলা করা বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ওবায়দুল্লাহ সাজুকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাকে কেন স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসবভন গণভনে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচনী বোর্ডের সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, অ্যাডভোকেট ওবায়দুল্লাহ সাজু অহেতুক মামলা করেছে। এ মামলায় বিচারক তাকে জেলহাজতে পাঠানো আদেশ আদেশ দেন । পরে তিনি জামিন পান।

প্রসঙ্গত, গত ৭ জুন ইউএনও তারিক সালমানের বিরুদ্ধে মামলা করেন ওবায়েদউল্লাহ সাজু। মামলায় অভিযোগ করা হয়, জেলার আগৈলঝাড়া উপজেলায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে শেখ মুজিবুর রহমানের ছবি ব্কিৃত করে ছাপা হয়েছে। তারিক সালমান বর্তমানে বরগুনা সদর উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ৯:৫৫:৩৩   ৫০৯ বার পঠিত