শুক্রবার, ২১ জুলাই ২০১৭

আলোর শিখা - একেএম সিরাজুল ইসলাম

Home Page » বিবিধ » আলোর শিখা - একেএম সিরাজুল ইসলাম
শুক্রবার, ২১ জুলাই ২০১৭



 ---

আলোর পথ পারিয়ে
অন্ধকারে ডুব দিব আমি
দিবালোকে কখনো দেবনা দেখা
দেবনা কোন কিছুই
রাখবো না কিছু
নিঃশেষ করে দেব আমার যা কিছু আছে
জানার দরকার নেই
নেবই তো
এ যে আমার পাওনা।
নেবার দেবার হিসেব কখনই করিনি
নিতে এসেছি, দিতে নয়
যা নেব অজান্তেই নেব
পারবে কি ধরে রাখতে?
সাত সমুদ্র পারি দিয়ে
যে টুকু আছে তাও নিয়ে নেব
চুষে নেব সবকিছু
দেখি তুমি কি করো!
মানব মানবই
দেবতা হতে যাব কেন?
চিনতে ভুল করেছো বলে
সে দোষ কি আমার?
সাগরের রূপ তুমি দেখনি
সাগরের কাজ হলো
যা কিছু আছে ভরিয়ে দেয়া
জোয়ারের সময় ভাসিয়ে দেয়া
প্লাবিত করা, উর্বর করা
সময় সময় সবকিছু তলিয়ে দেয়া, ধ্বংস করা
আবার সুখ জাগানিয়া
তোমার আমার হৃদয় ছিল এক বিবর্ণ রূপ
তাইতো হঠাৎ করে জীবনের প্রদীপ
কোন এক সময় নিভে গেল-
এ নিয়ে এত কবিতা লেখা
আহাজারী করা কি সাধে?
বিশ্বাস ! কোথায় সে বিশ্বাস
আর ভালবাসা সেতো এক জগন্নতম শব্দ
সেতো শুধু দোকা দিতে জানে
ছিনিয়ে নিতে পারে অনেক জীবন-যৌবন
যেমনটি হয়েছে তোমার আমার জীবনে
আমি বাধতে জানি ছিন্ন করতে ও জানি
জোয়ার আছে বলেই ভাটা আছে
প্লাবিত করলাম, আবার ধুয়ে-মুছে শেষ করলাম
এ যে আমার রীতি- জোয়ার- ভাটার কাহিনী
নৌকাকে ভাসতে দাও, কুলে বিরতে দাও
তরী আবার কুলে আসবে, ধরা দেবে
তবে সে তরী পুরাতন না হয়ে নতুন হতে পারে
যৌবন থাকলে, হৃদয় থাকলে
অন্ধকার থেকে আলোয় তুমি আসবেই অাসবে
তবে পুনরায় ভুল করে নতুন তরীকে
সাগর জলে ভাসিয়ে দেবে না।
তোমার কুলে কখনও না কখনও অাাসবেই
প্রদীপ শিখা জ্বালাবেই।

বাংলাদেশ সময়: ১৫:০৯:৩১   ৮৪৩ বার পঠিত