শুক্রবার, ২১ জুলাই ২০১৭
প্রেমহীন জীবন - রোকসানা লেইস
Home Page » সাহিত্য » প্রেমহীন জীবন - রোকসানা লেইস
যে প্রেমিক ভালোবাসে তার কাছে থাকে না প্রেমিকা
ইচ্ছেগুলো বুকে নিয়ে, করে সোয়ামির ঘর।
ভালোবাসা অন্তর জুড়ে হাহাকারে তুলে ঝড়।
স্রোতের মতন বয়ে যায় ছন্নছাড়া ছেলেটির মুখ, সাজানো গৃহে।
স্বপ্নভঙ্গ প্রেমিক ঘুমহীন; হতাসা গভীরে সাজায় নীল জীবন।
পৃথিবীর শূন্যতা বুকে নিয়ে খুঁজে অন্ধকারের পথ।
তাতান সুখ, বুকের গহীন চিরে, রক্তাক্ত ক্ষরন।
আনমনা চোখে দেখে অতীত স্বপ্ন শূন্য ভবিষ্যত।
হৃদয় পুড়ে গেলে, কারো কিছু যায় আসে না
হৃদয়ের কান্না, থেমে যাবে এক সময়, এই ধারনা।
গতানুগতিক এই, নিয়মে বাঁধা শৃঙ্খল।
ঢেড় ভালো;দেয়াল আঁকড়ে চলা সামাজিক জীবন।
পুড়ে পুড়ে ক্ষয়ে যাক, হাজারো প্রেমিক প্রেমিকার হৃদয়
শুধু স্থাপনায় দৃঢ় থাক, নিয়ম জটিলতা আচরণ।
ভালোবাসা ক্ষানিকের অস্থিত্ব সমুগ্র জীবনে
সংসার আর সবার উপরে।
বাংলাদেশ সময়: ১৩:২৭:১৩ ৭৫১ বার পঠিত