বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭

তিস্তা ব্যারাজে অবৈধ্য পাথর উত্তোলনের দায়ে একজনের জরিমানাসহ ছয় মাসের কারাদন্ড দিলো ভ্রাম্যমান আদালত।

Home Page » বিবিধ » তিস্তা ব্যারাজে অবৈধ্য পাথর উত্তোলনের দায়ে একজনের জরিমানাসহ ছয় মাসের কারাদন্ড দিলো ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭



বঙ্গ নিউজঃ মোঃ শরিফুল ইসলাম। হাতীবান্ধা থানা প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তানদীতে মেশিনের সাহায্যে অবৈধ্য ভাবে পাথর উত্তোলনের দায়ে একজনের জরিমানাসহ কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
গতবুধবার সন্ধ্যায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকায় সেভ (শ্যাল মেশিনের সাহায্যে পাথর উত্তোলনের জন্য তৈরী বিশেষ নৌকা) দিয়ে অবৈধ্য ভাবে পাথর উত্তোলনের সময় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ এলামুল কবির ঝটিকা অভিযান চালান। এসময় অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও একজন আটক হয়। পরে আটক উপজেলার নিজগড্ডিমারী গ্রামের জাফর আরীর ছেলে রশিদুল ইসলাম(৩২)কে ম্যাজিষ্ট্রেট সুজাউদ্দৌলার ভ্রাম্যমান আদালত ছয় মাসের কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদন্ড প্রদান করেন। অভিযানে অন্যান্যদের মধ্যে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আজিজুর রহমান উপস্থিত ছিলেন।রশিদুল ইসলাম (মাঝখানে)
পরে ওই রাতেই দন্ড প্রাপ্ত রশিদুলকে লালমনিরহাট কারাগারে প্রেরন করা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ এলামুল কবির নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮:২৯:০৩   ১১০২ বার পঠিত