বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭
বন্যার্তদের ১২ হাজার টন চাল, পৌনে ৪ কোটি টাকা বরাদ্দ
Home Page » প্রথমপাতা » বন্যার্তদের ১২ হাজার টন চাল, পৌনে ৪ কোটি টাকা বরাদ্দবঙ্গ-নিউজঃ বন্যা কবলিত মানুষের জন্য এ পর্যন্ত ১২ হাজার মেট্রিকটন চাল, তিন কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার। সরবরাহ করা হয়েছে ৫০ হাজার প্যাকেট শুকনা খাবার। এছাড়া ক্ষতিগ্রস্ত মানুষের ঘরবাড়ি নির্মাণে তিন হাজার বান্ডিল ঢেউটিন ও ৯০ লাখ টাকা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এ তথ্য জানান। এ সময় তিনি বন্যার্তদের ঋণের কিস্তি আদায় না করতে অনুরোধ জানিয়েছেন। মায়া বলেন, বন্যার পানি নেমে যাওয়ার পর ইজিপিপি প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্তদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
বিভিন্ন এলাকা ঘুরে এসে মন্ত্রী জানান, উত্তরে পানি কমতে শুরু করেছে, তবে এই পানি এসে দেশের মধ্যাঞ্চল ও নিম্নাঞ্চলে বন্যা ও নদী ভাঙন সৃষ্টি করতে পারে। এজন্য সরকারের যাবতীয় প্রস্তুতি রয়েছে বলে জানান মন্ত্রী। সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩:০৮:৩৫ ৩৬১ বার পঠিত