বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭

বন্দরে ৩ নম্বর সংকেত

Home Page » জাতীয় » বন্দরে ৩ নম্বর সংকেত
বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭



বঙ্গ-নিউজ: সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ প্রায় দেশের অধিকাংশ এলাকায় ভারি বর্ষণ হতে পারে। ভারি বর্ষণের কারণে পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমি ধসের সম্ভাবনা রয়েছে।এদিকে উড়িষ্যার উপকূলে অবস্থানরত স্থলনিম্নচাপের কারণে চার সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে।

বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল শুক্রবার সকাল পর্যন্ত চট্টগ্রাম,খুলনা, বরিশাল, ঢাকা, রংপুর ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, উড়িষ্যার উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থলনিম্নচাপটি সামান্য উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উড়িষ্যার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হতে পারে।

এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলীয় এলাকায় বায়ুচাপের পার্থক্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।বঙ্গোপসাগর

বাংলাদেশ সময়: ৯:৩৫:৪৯   ৩৮০ বার পঠিত