বুধবার, ১৯ জুলাই ২০১৭
চট্টগ্রামের সীতাকুন্ডের ত্রিপুরাপাড়াতে টিকা দেওয়া শুরু
Home Page » জাতীয় » চট্টগ্রামের সীতাকুন্ডের ত্রিপুরাপাড়াতে টিকা দেওয়া শুরুবঙ্গ-নিউজ: চট্টগ্রামের সীতাকুন্ডে হাম আক্রান্ত সেই ত্রিপুরাপাড়া দুটিতে পানি বিশুদ্ধকরণের ৩০ হাজার বড়ির মধ্যে ৫থেকে ৭হাজার ও ১০ হাজার খাবার স্যালাইনের মধ্যে ২ হাজারের মত বিতরণ করা হয়েছে।আজ (বুধবার) দুপুরে প্রকৃতিক বৈরিতার মধ্যেও উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মধ্য সোনাইছড়ি ত্রিপুরাপাড়া ও দক্ষিণ সোনাইছড়ি বগুলাবাজার ত্রিপুরা পল্লীতে বড়ি ও খাবার স্যালাইনগুলো বিতরণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা এস এম নুরুল করিম এর নেতৃত্বে চিকিৎসকদের একটি দল।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুরুল করিম বলেন, ওই এলাকার বাসিন্দারা পাহাড়ি ছড়ার পানি পান করত। তাদের বিশুদ্ধ পানি পান করা প্রয়োজন। সেজন্য আজ বুধবার ত্রিপুরাদের মধ্যে বিশুদ্ধকরণ বড়ি বিতরণ করা হয়েছে। বুঝিয়ে দেওয়া হয়েছে ব্যবহারবিধি।
এসএম নুরুল করিম আরও বলেন, সীতাকুন্ডে গতকাল সকাল থেকে বৃষ্টি হয়েছে। পাহাড়ি পথগুলো পিচ্ছিল হয়ে পড়েছিলো। এতে বিতরণে কিছুটা বেগ পেতে হয়েছে।
এসএম নুরুল করিম আরো বলেন, মধ্য সোনাইছড়িতে দুই নারী ও তিন শিশুকে টিকা দেওয়া হয়েছে। বাকিদের তারিখ অনুযায়ী টিকা দেওয়া হবে। হামে আক্রান্ত হয়ে মধ্য সোনাইছড়ি ত্রিপুরা পাড়ায় নয় শিশু মারা যায়। দুই ত্রিপুরাপাড়া থেকে গতকাল পর্যন্ত ৯৪জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে আজও মধ্য সোনাইছড়ি ত্রিপুরাপাড়া থেকে জীবন ত্রিপুরা(১৮) ও বিশ্ববালা ত্রিপুর(৮) নামে দুইজনকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রফিক্যাল এ- ইনফেকশাস ডিজিজেজ(বিআইটিআইডি) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুস্থ হওয়ায় ছাড়পত্র দেওয়া হয়েছে দুই শিশুকে। বিষয়টি নিশ্চিত করে বিআইটিআইডি’র সহকারী অধ্যাপক মামুনুর রশীদ বলেন, আজ ভর্তিকৃত দুজনেরই জ্বর ছিলো। একজনের মুখে ঘা দেখা গেছে।
বাংলাদেশ সময়: ১৭:৫৮:৩১ ৫০৬ বার পঠিত