শুক্রবার, ৭ জুন ২০১৩

“৫০ কোটি টাকা বরাদ্দ উত্তর-পূর্বাঞ্চলের হাওর উন্নয়নে”

Home Page » জাতীয় » “৫০ কোটি টাকা বরাদ্দ উত্তর-পূর্বাঞ্চলের হাওর উন্নয়নে”
শুক্রবার, ৭ জুন ২০১৩



abul-mal20130606195908.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ  হাওর উন্নয়ন মহাপরিকল্পনায় ২০১৩-২০১৪ অর্থবছরের বাজেটে ৫০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে।বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মহজোট সরকারের শেষ বাজেট বক্তৃতায় এ কথা জানান।

উত্তর-পূর্বাঞ্চলের ৭টি জেলার ২ কোটি জনগণের টেকসই উন্নয়নের লক্ষে ৭৯ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে ‘হাওর উন্নয়ন মহাপরিকল্পনা ও ডাটাবেজ’ তৈরি করেছে সরকার।

অর্থমন্ত্রী বলেন, “এই মহাপরিকল্পনায় ১৭টি বিশেষ উন্নয়ন ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে, যা ২০ বছরে বাস্তবায়ন করা হবে। আমি ২০১৩-২০১৪ অর্থবছরের বাজেট ৫০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করছি। যা অর্থ বিভাগের আওতায় বিশেষ কর্মসূচি খাতের বরাদ্দের মধ্যে অন্তর্ভূক্ত হবে।”

অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় আরো জানান, হাওর অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য ও বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সুরক্ষা প্রদানের লক্ষে সুনিদিষ্ট কর্মসূচির বিপরীতে হাওর উন্নয়ন বোর্ডের অনুকূলে এ বরাদ্দ দেওয়া হবে।

২০১৩-২০১৪ অর্থবছরের বাজেটে পানি সম্পদ মন্ত্রণালয়ের জন্য অনুন্নয়ন ও উন্নয়ন মিলে ২ হাজার ৫৯২ কোটি ৬৪ লাখ ৮৬ হাজার টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

বাংলাদেশ সময়: ৮:১৩:৩৬   ৪৫৯ বার পঠিত