সোমবার, ১৭ জুলাই ২০১৭
আজ ভারতের রাষ্ট্রপতি নির্বাচন
Home Page » জাতীয় » আজ ভারতের রাষ্ট্রপতি নির্বাচনবঙ্গ-নিউজ: ভারতের রাষ্ট্রপতি নির্বাচন আজ
ভারতের রাষ্ট্রপতি নির্বাচন আজ সোমবার। এটি দেশটির চতুর্দশ রাষ্ট্রপতি নির্বাচন। রাজধানী নয়াদিল্লীর পার্লামেন্ট ভবন ও রাজ্যের বিধানসভাগুলোতে লোকসভা, রাজ্যসভা ও বিধানসভার সদস্যরা ভোট দিয়ে তাদের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করবেন।
স্থানীয় সময় সোমবার সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। নির্বাচনের ভোট গণনা করা হবে ২০ জুলাই।
এবার রাষ্ট্রপতি পদে প্রার্থী দুইজন। বিজেপি নেতৃত্বাধীন সরকারের পক্ষ থেকে প্রার্থী রামনাথ কোবিন্দ যিনি এর আগে বিহারের রাজ্যপাল ছিলেন। আর কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ’র প্রার্থী মীরা কুমার যিনি এর আগে কংগ্রেস শাসনামলে লোকসভার স্পিকার ছিলেন। দুইজনই দলিত সম্প্রদায়ের।
বর্তমান বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মেয়াদ শেষ হচ্ছে ২৪ জুলাই। নির্বাচিত রাষ্ট্রপতি শপথ নিবেন ২৫ জুলাই।
বাংলাদেশ সময়: ১১:২৮:৩১ ৫৩৮ বার পঠিত