সোমবার, ১৭ জুলাই ২০১৭
বেনাপোলে সোয়া কেজি স্বর্ণসহ আটক ১
Home Page » অর্থ ও বানিজ্য » বেনাপোলে সোয়া কেজি স্বর্ণসহ আটক ১
বঙ্গ-নিউজ: বেনাপোলে আবারো বিশেষভাবে লুকায়িত স্বর্ণের বারসহ সেলিম হাওলাদার (৫০) নামে এক বাংলাদেশিকে আটক করেছে শুল্ক গোয়েন্দাদল। তার বাড়ি মুন্সিগঞ্জ জেলার টুংগী বাড়ী থানার বলয় গ্রামে। এসময় তার কাছ থেকে ১ কেজি ২৫০ গ্রাম স্বর্ণবার উদ্ধার করা হয়।বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল মোতালিব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সেলিম নামে একজন যাত্রী স্বর্ণ নিয়ে ভারতে যাবেন। শুল্ক গোয়েন্দার একটি দল আগে থেকে চেকপোস্টের নোম্যান্সল্যান্ডে অবস্থান করছিল। এরপর ওই যাত্রী বেনাপোল কাস্টমস- চেকপোস্ট পার হয়ে ভারতে যাওয়ার জন্য যাবতীয় কাজ শেষ করে পুলিশ চেকপোস্ট পার হওয়ার সময় তার জুতার ওজন দেখে সন্দেহ হয়। পরে তাকে আটক করে তার জুতার ভেতর তল্লাশি করে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় সোয়া কেজি ওজনের ৬টি বার উদ্ধার করা হয়। সেলিমকে বেনাপোল পোর্ট থানায় তাকে সোপর্দ করা হবে। উদ্ধারকৃত সোনা বেনাপোল কাস্টমে জমা দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১০:২৮:৪৪ ৩৩৮ বার পঠিত