শুক্রবার, ৭ জুন ২০১৩

সুন্দরীদের যুদ্ধ জিতে ফাইনালে শারাপোভা

Home Page » খেলা » সুন্দরীদের যুদ্ধ জিতে ফাইনালে শারাপোভা
শুক্রবার, ৭ জুন ২০১৩



shapara1.jpgতোহা,বঙ্গ- নিউজ ডটকমঃলাল সুরকির কোর্টে দুই সুন্দরীর লড়াই শেষ অবধি বাজিমাত করলেন রুশ কন্যা। বৃহস্পতিবার ফরাসি ওপেনে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে ভিক্টোরিয়া আজারেঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠলেন মারিয়া শারাপোভা। গতবারের চ্যাম্পিয়ান শারাপোভা এদিন জিতলেন ৬-১, ২-৬, ৬-৪। দ্বিতীয় সেটে হতাশ করলেও ম্যাচে প্রাধান্য ছিল মাশারই। সঙ্গে ছিল শারাপোভার নতুন বয়ফ্রেন্ড বেবি ফেডেরার হিসাবে পরিচিত গ্রিগর দিমিত্রভের চিত্‍কার। সব মিলিয়ে ক্লে কোর্টে মাশা ম্যাজিক। ফাইনালে শারাপোভা খেলবেন দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হওয়া সেরেনা উইলিয়ামস বনাম সারা ইরানি ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে।

বাংলাদেশ সময়: ২:১২:২৭   ৫৩৬ বার পঠিত