রবিবার, ১৬ জুলাই ২০১৭
ব্যর্থ অভ্যুত্থানের বার্ষিকীতে জনগণের প্রশংসায় এরদোয়ান
Home Page » জাতীয় » ব্যর্থ অভ্যুত্থানের বার্ষিকীতে জনগণের প্রশংসায় এরদোয়ানবঙ্গ-নিউজঃ তুরস্কে সেই ব্যর্থ অভ্যুত্থানের এক বছর পূর্ণ হলো। অভ্যুত্থানচেষ্টা ভণ্ডুল করার ভূমিকা রাখায় তুরস্কের জনতাকে আবেগঘন বক্তৃতায় ধন্যবাদ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান।
এরদোয়ান লাখো লোকের এক সমাবেশে জনগণের প্রশংসা করেন। তুরস্কে গত বছরে একটি ব্যর্থ অভুত্থান প্রচেষ্টা জনগণ ঠেকিয়ে দেওয়ার বছর পূর্তি উপলক্ষে ইস্তাম্বুলে আয়োজন করা হয় বিশাল এক সমাবেশের। হাজারো লোকের সেই সমাবেশে সকলে মিলে গেয়েছে জাতীয় সংগীত। উচ্ছসিত জনগণ হাতে হাতে নিয়ে বেরিয়েছে জাতীয় পতাকা।
সেই সময়ে নিজেদের জীবন বাজি রেখে দেশকে যারা রক্ষা করেছেন, তাদেরকে স্মরণ করে, সমাবেশে আবেগঘন এক বক্তৃতা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান।
অভ্যুত্থানের সেই রাতকে স্মরণ করে তিনি বলেন, ‘সেই রাতে মানুষের হাতে কোনো অস্ত্র ছিল না, তাদের হাতে ছিল একটি পতাকা আর সবচে’ বড় কথা, তাদের ছিল বিশ্বাস। ‘
এই সমাবেশে যোগ দেয়া অনেকেই বলছেন, দেশের প্রতি তাদের সমর্থন প্রকাশ করতেই সমাবেশে তারা যোগ দিয়েছেন।
সমাবেশে অংশ নেওয়া জুলফিকার কাহারমান নামে একজন বলছেন, ‘আমি জানি না সেই রাতে কেন যে আমার মুত্যু হয়নি! এই কথা এখনো আমাকে তাড়া করে বেড়ায়। কেন আমি ট্যাঙ্কের সামনে সিনা টান করে দাঁড়াইনি? দেশের প্রয়োজনে আমি নিজেকে নির্ভয়ে উৎসর্গ করতে পারি। ‘
গত বছরের ১৫ জুলাই তুরস্কে ঘটা অভ্যুত্থানে প্রাণ হারায় মোট ২৫০ জনের মতো মানুষ। আর আহত হয় প্রায় ২১৯৬ জন।
অভ্যুত্থান প্রচেষ্টার পর, অভ্যুত্থানের সমর্থনকারী সন্দেহে, ৫০ হাজার জনকে গ্রেপ্তার এবং প্রায় দেড় লাখ মানুষকে চাকুরিচ্যুত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১:৩৬:২৬ ২৮৬ বার পঠিত