শনিবার, ১৫ জুলাই ২০১৭

শচীন-ওয়ার্ন-জন্টি রোডসদের পরামর্শ চান শাস্ত্রী!

Home Page » খেলা » শচীন-ওয়ার্ন-জন্টি রোডসদের পরামর্শ চান শাস্ত্রী!
শনিবার, ১৫ জুলাই ২০১৭



---

বঙ্গ-নিউজঃ ভারতীয় ক্রিকেট দলের কোচ নিয়োগ শেষে এবার চলছে সহকারী কোচ নিয়ে নাটক। এই নাটক আরও বহুদূর গড়াতে পারে! এর মধ্যেই লন্ডনে ছুটি কাটিয়ে ভারতে ফিরবেন কোহালিদের নতুন হেড কোচ রবি শাস্ত্রী। আগামী সোমবার বা মঙ্গলবার তার বসার কথা ভারতীয় বোর্ডের সঙ্গে। সেই সভায় ভারতীয় দলের জন্য আগামী দুই বছরের পরিকল্পনা নিয়ে উপস্থিত হবেন শাস্ত্রী।

এই পরিকল্পনায় সব চেয়ে আকর্ষণীয় পরিকল্পনা হচ্ছে, বিভিন্ন দেশের কিংবদন্তি ক্রিকেটারদের সাহায্য নেওয়া। শচীন টেন্ডুলকার থেকে শেন ওয়ার্ন- পরামর্শদাতার লম্বা তালিকা তৈরি করছেন শাস্ত্রী। বিভিন্ন সময়ে ঘুরিয়ে ফিরিয়ে এই সব কিংবদন্তিদের সাহায্য নিতে চান তিনি।

ভারত থেকে শচীন টেন্ডুলকার এবং কপিল দেবের নাম ভেবে রেখেছেন নতুন হেড কোচ। কপিলকে আনা হতে পারে মোহাম্মদ শামিদের সুইং সম্পর্কে বিশেষ ক্লাস নেওয়ার জন্য। কপিলের নেতৃত্বে তিরাশির বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করা দলের সদস্য ছিলেন শাস্ত্রী। কোচের জন্য আবেদন করার খবর শুনে শাস্ত্রীকে আগাম শুভেচ্ছা জানিয়ে দিয়েছিলেন কপিল। তখন মেলবোর্নে বেনসন অ্যান্ড হেজেসে চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়ন্স তিরাশির কাপজয়ী অধিনায়ককে বলে রাখেন, ‘আমি এলে কিন্তু তোমাকেও ডাকব মাঝেমধ্যে। আসতেই হবে। ‘

এখানেই শেষ নয়। শাস্ত্রীর পরিকল্পনায় বিভিন্ন বিভাগের জন্য আলাদা আলাদা বিশেষজ্ঞের সাহায্য নেওয়ার ভাবনা রয়েছে। কেমন সেই ভাবনা? জন্টি রোডস হয়তো ফিল্ডিংয়ের বিশেষ ক্লাস নিলেন। অথবা দল অস্ট্রেলিয়ায় খেলতে গেলে বোলিং নিয়ে পরামর্শ দিতে এলেন ক্রেগ ম্যাকডারমট বা জেসন গিলেস্পির মতো সাবেক অস্ট্রেলীয় ফাস্ট বোলার। অস্ট্রেলীয়দের মধ্যে শেন ওয়ার্নও খুব ভাল বন্ধু শাস্ত্রীর। একে তো ওয়ার্নের অভিষেক টেস্টে ডাবল সেঞ্চুরি করেও তার খুব প্রশংসা করেছিলেন শাস্ত্রী। তার উপর দুই জনের কমেন্ট্রি বক্সে দেখা হয়েছে প্রায়ই। ওয়ার্নও তাই তার ভাবনায় আছেন।

এখন প্রশ্ন হচ্ছে, শচীন-ওয়ার্নরা যদি আসেন, তা হলে দ্রাবিড় বা জাহিরের ভূমিকা কী হতে যাচ্ছে? যাঁদের নাম চূড়ান্ত করেছে সৌরভ-শচীন-লক্ষ্মণদের অ্যাডভাইসরি কমিটি। শাস্ত্রী সম্ভবত বোর্ডকে প্রস্তাব দিতে চলেছেন যে, দ্রাবিড় এবং জাহিরের নামও এই বিশেষজ্ঞদের পুলে রাখা হোক। এতে কি আদৌ সমাধান হবে সহকারী কোচ নাটকের?

বাংলাদেশ সময়: ১৪:২৪:২৯   ৪২২ বার পঠিত