শনিবার, ১৫ জুলাই ২০১৭

টুকরা অনুভুতির ধারা / অমূল্য দর্শন - সিক্ত করিম খন্দকার

Home Page » ফিচার » টুকরা অনুভুতির ধারা / অমূল্য দর্শন - সিক্ত করিম খন্দকার
শনিবার, ১৫ জুলাই ২০১৭



---

আমি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পরীক্ষায় পাশ করার সুত্র ছাড়া আর কিছুই শিখিনী। একটা মানুষও পাইনি, যে আমার কাঁধে হাত রেখে বলবে, চল, একদিন সারারাত অন্ধকারে পাখীদের সাথে কথা বলি। তারাদের সাথে হৃদয়ের কথা বলি।

জীবন মরনের পাঠশালায় গিয়া গুরুকে বলি জীবন এত ছোট কেনে এ ভুবনে।

ইস! কি অপচয়। এর চেয়ে একয়টা বছর বনে বাঁদাড়ে ঘুরে দু একটা ভাল কবিতা লিখতে পারলেও জীবনটাকে ধন্য মনে করতাম।
আর করে খাওয়া? এখন যা করে খাচ্ছি,
এর চেয়ে রাস্তার ধারে পাথর ভেংগে খাওয়াও মর্যাদার।

---

বাংলাদেশ সময়: ১৪:০৮:২৭   ৫৪৩ বার পঠিত