শনিবার, ১৫ জুলাই ২০১৭

আর কতদূর যাবে প্রোটিয়াবাহিনী?

Home Page » ক্রিকেট » আর কতদূর যাবে প্রোটিয়াবাহিনী?
শনিবার, ১৫ জুলাই ২০১৭



হাশিম আমলা কট! উল্লাসিত স্টুয়ার্ট ব্রড।বঙ্গ-নিউজঃ নিয়মিত অধিনায়ক ফাফ ডু-প্লেসিসকে পেয়ে বেশ উজ্জীবিত প্রোটিয়া বাহিনী। অধিনায়ক নিজে বড় রান করতে না পারলেও বড় স্কোরের পথেই আছে তার দল। ইংলিশ পেস অ্যাটাকের সামনে ৬৬ রানে ২ উইকেট হারিয়ে শুরুতে চাপে পড়লেও মিডল অর্ডারে আমলা-ডি’কক জুটির ব্যাটে ভর করে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ৬ উইকেট হারিয়ে ৩০৯ রান তুলেছে সফরকারীরা। তাদের টার্গেট স্বাগতিকদের সামনে আরও বড় চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া।

দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ৮ রান যোগ করতেই টেস্ট ক্রিকেটে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন হাশিম আমলা। ১১ টি চার ও ১টি বিশাল ছক্কার সাহায্য ৭৮ রানের ইনিংস খেলেন সাবেক প্রোটিয়া অধিনায়ক। এর আগে দক্ষিণ আফ্রিকার হয়ে জাক ক্যালিস (১৩,২০৬), গ্রায়েম স্মিথ (৯,২৫৩) এবং এবি ডি’ভিলিয়ার্স (৮,০৭৪) ৮ হাজার রানের মাইলফলক ছাড়িয়েছেন।

ডান হাতি আমলাকে যোগ্য সঙ্গ দেন কুইন্টন ডি’কক। ৮১ বলে ৬৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই বাঁ হাতি ব্যাটসম্যান। তৃতীয় উইকেটে আমলা-ডি’ককের শতরান পার্টনারশিপে ভর করেই প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক ডুপ্লেসিস ২০ রানের মধ্যেই প্যাভিলিয়নে ফিরলেও ৭ম উইকেটে ফিলেন্ডার-মরিসের ৭০ রানের জুটিতে প্রথম দিনেই ৩০০ রান পার হয় প্রোটিয়াদের স্কোর। দিনশেষে ফিলেন্ডার ৫৪ ও মরিস ২৩ রানে অপরাজিত আছেন।

আমলার পাশাপাশি এদিন ট্রেন্ট ব্রিজে আরও এক রেকর্ড গড়েন ইংলিশ বোলার জেমস অ্যান্ডারসন। ম্যাচের শুরুতে প্রোটিয়া ওপেনার ডিন এলগারকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে প্রথম পেসার হিসেবে ঘরের মাঠে ৩০০ টেস্ট উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন ডান হাতি পেসার। সিরিজে সমতা আনার মিশন নিয়ে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে ডু-প্লেসিস বাহিনী। এবার দেখার বিষয়, বাকী ৪ উইকেটের সাহায্যে প্রথম ইনিংসে তারা কতদূর যায়।

বাংলাদেশ সময়: ১৪:০২:০০   ৪৬৬ বার পঠিত