শনিবার, ১৫ জুলাই ২০১৭
‘ফিক্সিংয়ের প্রমাণ দিন’ রানাতুঙ্গাকে গৌতম গম্ভীর
Home Page » ক্রিকেট » ‘ফিক্সিংয়ের প্রমাণ দিন’ রানাতুঙ্গাকে গৌতম গম্ভীরবঙ্গ-নিউজঃ শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গার এক বক্তব্য নিয়ে গতকাল থেকে তোলপাড় শুরু হয়েছে ভারত এবং শ্রীলঙ্কার ক্রিকেটাঙ্গনে। লঙ্কান লিজেন্ড কুমার সাঙ্গাকারার এক বক্তব্যের জবাব দিতে গিয়ে রানাতুঙ্গা দাবি করেছেন, ২০১১ বিশ্বকাপে ভারত-শ্রীলঙ্কা ম্যাচটি পাতানো ছিল! তিনি এই ম্যাচের তদন্তও দাবি করেছেন। রানাতুঙ্গার এই বক্তব্যে চটেছেন ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর। তিনি সোজাসুজি রানাতুঙ্গার কাছে তার বক্তব্যের প্রমাণ চেয়েছেন।
মুম্বাইয়ের ওয়াংখেদে স্টেডিয়ামে সে ফাইনালে খেলেছিলেন ভারতীয় দলের দুই ক্রিকেটার গৌতম গম্ভীর ও আশিস নেহরা। দুজনই রানাতুঙ্গার এই সন্দেহকে ‘ঔদ্ধত্যপূর্ণ’ বলছেন। তার মতো একজন ক্রিকেট ব্যক্তিত্বের কাছ থেকে এমন কথা শুনে বিস্ময়ও প্রকাশ করেছেন তারা।
এই অভিযোগের প্রমাণ চেয়ে গম্ভীর বলেছেন, ‘আমি সত্যিই অর্জুনা রানাতুঙ্গার এমন অভিযোগে বিস্মিত! এটা রানাতুঙ্গার মতো একজন সম্মানিত ব্যক্তিত্বের কাছ থেকে আসা খুবই গুরুতর অভিযোগ। আমার মনে হয়, পুরো বিষয়টা পরিষ্কার করার জন্য রানাতুঙ্গার উচিত তার অভিযোগের সপক্ষে প্রমাণ হাজির করা। ‘
অবশ্য আশীষ নেহরা রানাতুঙ্গার বক্তব্যকে এতটা গুরুত্ব না দিয়ে স্রেফ উড়িয়ে দিয়ে বলেছেন, ‘রানাতুঙ্গার মন্তব্য এত গুরুত্বের সঙ্গে দেখার কোনো কারণ নেই। এমন অভিযোগের কোনো শেষ থাকে না। আমি যদি এখন ১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিশ্বকাপ জয় নিয়ে সন্দেহ প্রকাশ করি! এটা কি খুব ভালো রুচির পরিচয় হবে? সুতরাং এসব নিয়ে মন্তব্য করা উচিত নয়। তার মতো একজন ব্যক্তিত্ব এ ধরনের অভিযোগ তুলছে, এটা খুবই হতাশাজনক। ‘
রানাতুঙ্গা যখন এমন অভিযোগ আনলেন তখন তার দেশের ক্রিকেটে দুর্দিন চলছে। একসময়ের তারকাসমৃদ্ধ দলটি এখন জিম্বাবুয়ের মত খর্বশক্তির দলের কাছে খাবি খাচ্ছে। ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগও উঠছে। এমন সময়ে এক ভিডিও বার্তায় রানাতুঙ্গা বলেন, ‘২০১১ বিশ্বকাপে আমি ধারাভাষ্য দিচ্ছিলাম। শ্রীলঙ্কার এমন অসহায় আত্মসমর্পণে আমি হতবাক হয়ে গিয়েছিলাম। আমার সন্দেহ হয়েছিল ম্যাচটি নিয়ে। এই ম্যাচ নিয়ে তদন্ত হওয়া উচিত। আমি এখনই সবকিছু বলছি না। কিন্তু তদন্ত হলে একদিন সব ফাঁস হবে। ‘
বাংলাদেশ সময়: ১৩:০৮:১৮ ৫৩৩ বার পঠিত