শনিবার, ১৫ জুলাই ২০১৭

পুত্র সন্তানের জনক হলেন কবি জীবন কৃষ্ণ সরকার

Home Page » Wishing » পুত্র সন্তানের জনক হলেন কবি জীবন কৃষ্ণ সরকার
শনিবার, ১৫ জুলাই ২০১৭



কবি জীবন কৃষ্ণ সরকার
মোঃ আল আমিন আহমেদ সালমান, বঙ্গ-নিউজঃ
সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলাধীন বংশীকুন্ডা সাহিত্য
সংসদের সভাপতি বিশিষ্ট কবি ও লেখক জীবন কৃষ্ণ সরকার গত ১৩
জুলাই বৃহষ্পতিবার পুত্র সন্তানের জনক হয়েছেন।এ সময় তিনি
পরম স্রষ্টাকে সশ্রদ্ধ ধন্যবাদ জ্ঞাপন করে আনন্দে
উদ্বেলিত হন।পরে তাঁর ব্যক্তিগত ফেইসবুক অ্যাকাউন্টের
মাধ্যমে সকল শুভাকাঙ্খীদের মাঝে তাঁর নবজাতক সন্তানের
জন্য আশীর্বাদ প্রার্থনা করেন। “ পরম করুণাময়,স্রষ্টা,আকাশ-বাতাস সকল কিছুর মালিক ভগবান শ্রী কৃষ্ণের /আল্লাহর কৃপায়/মেহেরবাণীতে, সাধু/দরবেশ,শ্রী চৈতন্য মহাপ্রভু/শাহজালাল,শাহপরান বাবার আশীর্বাদে/দোয়ায় প্রথমবারের মত সন্তানের বাবা হলাম আজ।বন্ধুরা,আজ বৃহষ্পতিবার সকাল ৭ টা ৩১ মিনিটে আমার ঘর আলোকিত করে প্রথম সন্তানের(ছেলে) জন্ম হয়।বন্ধুরা,ছেলে ও তার মায়ের জন্য আমি আপনাদের নিকট আশীর্বাদ/দোয়া প্রার্থী।আপনারা সকলে নবজাতককে অভিনন্দন জানাবেন আমাদের পরম প্রিয় এই মাতৃভূমে।”

জানা যায়,গেল বছর ২৭
সেপ্টেম্বর এক অনারম্ভর অণুষ্ঠাণের মধ্য দিয়ে একই
জেলার বিশ্বম্ভরপুর উপজেলার লক্ষীপুর গ্রামের বিনতা
সরকারের সাথে পারিবারিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কবি
দম্পত্তি।এরই প্রেক্ষিতে গত বৃহষ্পতিবার সকাল ৭ টা ৩১ মিনিটে
তাঁদের ঘর আলোকিত করে কোল জুড়ে আসে এক
ফুটফুটে পুত্র সন্তান।এক প্রশ্নের জবাবে কবি জীবন কৃষ্ণ
সরকার বলেন “সৃষ্টি কর্তার অশেষ করুণার ফল এই সন্তানটিকে
আমি একজন আদর্শ অসাম্প্রদায়িক মানব কল্যাণের দূত হিসেবে
গড়ে তুলতে চাই।” এসময় তিনি সন্তানটির জন্য পরম স্রষ্টা সহ
সকলের নিকট আশীর্বাদ কামনা করেন।

নবজাতক

বাংলাদেশ সময়: ১২:২৯:১২   ১৩০৫ বার পঠিত