শুক্রবার, ১৪ জুলাই ২০১৭
চলতি বছরেই মুক্ত বাণিজ্য চুক্তি:শেখ হাসিনা-সিরিসেনা বৈঠক
Home Page » অর্থ ও বানিজ্য » চলতি বছরেই মুক্ত বাণিজ্য চুক্তি:শেখ হাসিনা-সিরিসেনা বৈঠক
বঙ্গ-নিউজ: বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও শ্রীলংকা এ বছরের মধ্যেই মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরে সম্মত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব এম শহীদুল হক। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রীলংকান প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার মধ্যে অনুষ্ঠিত বৈঠক ও দুই দেশের মধ্যে একটি চুক্তি এবং ১৩টি স্মারক স্বাক্ষরের পর এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।
পররাষ্ট্র সচিব জানান, গত মার্চে জাকার্তায় ভারত মহাসাগর রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) নেতৃবৃন্দের শীর্ষ সম্মেলন চলাকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও লংকান প্রেসিডেন্টের মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠকে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের বিষয়ে কথা হয়। এসময় দুই নেতাই দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি করতে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর করার জন্য দ্রুত প্রক্রিয়া চালাতে সম্মত হন।
বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং শ্রীলংকার প্রেসিডেন্ট বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিশেষ করে দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো কিভাবে বৃদ্ধি ও জোরদার করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। এর আগে আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান মাইথ্রিপালা সিরিসেনা।
উল্লেখ্য, শ্রীলংকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৃহস্পতিবার বেলা ১১টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছেন মাইথ্রিপালা সিরিসেনা। এ সময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শ্রীলংকার প্রেসিডেন্টকে বিমানবন্দরে স্বাগত জানান।
বাংলাদেশ সময়: ২০:০১:২৮ ৪৬৮ বার পঠিত