শুক্রবার, ১৪ জুলাই ২০১৭
রবিবার ত্রাণমন্ত্রী মায়া কুড়িগ্রাম যাচ্ছেন
Home Page » জাতীয় » রবিবার ত্রাণমন্ত্রী মায়া কুড়িগ্রাম যাচ্ছেন
বঙ্গ-নিউজ: আগামী রবিবার (১৬ জুলাই) বন্যা পরিস্থিতি পরিদর্শন এবং দুর্গতদের ত্রাণ সহায়তা দিতে কুড়িগ্রাম যাচ্ছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিষয়ক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। কুড়িগ্রাম জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান বিষয়টি নিশ্চিত করেছেন।কুড়িগ্রাম জেলা প্রশাসক আবু ছালেহ জানান, ‘মন্ত্রী মহোদয় সার্বক্ষণিক কুড়িগ্রামের বন্যা দুর্গতদের খোঁজ খবর রাখছেন। বন্যা কবলিত এলাকার মানুষদের দুর্দশার চিত্র পরিদর্শন ও ত্রাণ বিতরণ করতেই মন্ত্রী কুড়িগ্রাম আসছেন।’
জানা যায়, ১৬ জুলাই বিকালে মন্ত্রী কুড়িগ্রাম সার্কিট হাউজে পৌঁছাবেন। ওইদিন সন্ধ্যায় মন্ত্রী স্থানীয় প্রশাসনের সঙ্গে চলমান বন্যা পরিস্থিতি ও ত্রাণ বিতরণ নিয়ে বৈঠক করবেন। সোমবার (১৭ জুলাই) সকালে মন্ত্রী জেলার চিলমারী ও উলিপুর উপজেলার বন্যা পরিস্থিতি পরিদর্শন করবেন এবং দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করবেন।
বাংলাদেশ সময়: ১১:২২:৫৮ ৩৯২ বার পঠিত