সোমবার, ১০ জুলাই ২০১৭
পুলিশের প্রথম প্রতিরোধ নিয়ে গান লিখলেন দেওয়ান লালন বাপ্পী
Home Page » বিনোদন » পুলিশের প্রথম প্রতিরোধ নিয়ে গান লিখলেন দেওয়ান লালন বাপ্পী
বঙ্গ-নিউজঃ একাত্তরের পঁচিশে মার্চের কালো রাতে হানাদার বাহিনীর বিরুদ্ধে রাজারবাগ পুলিশ লাইন্সের সদস্যরা প্রথম প্রতিরোধ গড়ে তোলেন। ইতিহাসে সে ঘটনা স্বর্ণাক্ষরে লেখা আছে। যাকে উপজীব্য করে ‘সে রাত ছিল একাত্তরের ভয়াল কালো পঁচিশে মার্চ’ শিরোনামে একটি গান তৈরি হয়েছে। কথা লিখেছেন অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ বাপ্পী। সুর করেছেন সাজেদ ফাতেমী ও কণ্ঠ দিয়েছেন ফিডব্যাকের ভোকাল লুমিন।
এই প্রসঙ্গে গীতিকার বাপ্পী বঙ্গ-নিউজ ডটকমকে বলেন, ‘মুক্তিযুদ্ধকে নিয়ে সৃষ্টিশীল কোনো কিছু করার স্বপ্ন বুকে ধারণ করি বলেই গানটি লেখা হয়েছে। যা পুলিশের একাত্তরের অবদানকে নিয়ে প্রথম গান যা পুলিশের শ্রেষ্ঠত্ব বহন করবে বলে আমি বিশ্বাস করি।’তিনি আরো বলেন, ‘আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। মন-মননে আমি মুক্তিযুদ্ধ ও প্রগতিশীলতাকে ধারণ করি। তাই যুদ্ধের সময়ে পুলিশের সাহসী ভূমিকা সংগীতের রাজ্যেও জুড়ে থাকুক সে স্বপ্ন দেখেছি।’
‘সে রাত ছিল একাত্তরের ভয়াল কালো পঁচিশে মার্চ’-এর রেকর্ডিং শেষ হয়েছে ইতোমধ্যে। বাপ্পী জানান, শিগগিরই গানটি রিলিজ হবে।
গানটি দারুণ উচ্ছ্বসিত এ পুলিশ কর্মকর্তা। ফেসবুকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি লেখেন, ‘আজকের দিনটি অনেক স্মরণীয় ও আনন্দের। একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে সবসময় বুকে ধারণ করি মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের উপর কোনো একটি সৃষ্টিশীল কাজের সাথে থাকাটা ছিল আমার কাছে স্বপ্নের মতো, সেই স্বপ্ন আজ কিছুটা পুরণ করতে পেরে আমি ভীষণভাবে আপ্লুত।’
লেখক হিসেবে বাপ্পীর পরিচিতি নতুন নয়। চলতি বছর অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশ হয় ‘পুলিশের খেরোখাতা’। ২০১৬ সালে বের হয় ‘বাবার চোখে মুক্তিযুদ্ধ’। বই দুটি পাঠকমহলে সাড়া ফেলে। এছাড়া তার লেখা প্রকাশ হয়েছে বিভিন্ন মাধ্যমে।
বাংলাদেশ সময়: ১৩:০৯:৪০ ৬৩৩ বার পঠিত