সোমবার, ১০ জুলাই ২০১৭
চাকরিচ্যুত ১৪ শ’ ৪৭ জন আনসারকে পুনর্বহালের জন্য হাইকোর্টের নির্দেশ।
Home Page » চাকুরির বাজার » চাকরিচ্যুত ১৪ শ’ ৪৭ জন আনসারকে পুনর্বহালের জন্য হাইকোর্টের নির্দেশ।বঙ্গ-নিউজ:১৯৯৪ সালের আনসার বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত ১৪ শ’ ৪৭ জন আনসার সদস্যকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে যাদের চাকরির বয়স শেষ হয়ে গেছে তাদেরকে পেনশন সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে।এ বিষয়ে পৃথক কয়েকটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি নিয়ে আজ সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটকারীদের পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দ জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, যাদের চাকরির বয়স শেষ হয়ে গেছে অথবা যারা চাকরি করতে অক্ষম, তাদেরকে পেনশন সুবিধা দিতে বলেছেন হাইকোর্ট।
বাংলাদেশ সময়: ১২:৫৬:১২ ৪৫২ বার পঠিত