রবিবার, ৯ জুলাই ২০১৭
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ভিজিএফ রেশন বিতরনে দূর্নীতি ও অনিয়ম
Home Page » বিবিধ » সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ভিজিএফ রেশন বিতরনে দূর্নীতি ও অনিয়ম
সুনামগঞ্জজেলা প্রতিনিধি,বঙ্গ-নিউজঃ সুনামগঞ্জজেলার ধর্মপাশা উপজেলার বংশীকুন্ডা দক্ষিন ইউনিয়নের ভিজিএফ এর রেশন বিতরনের সময় অত্র ইউনিয়নের ডিজিটাল সেন্টারের ভারপ্রাপ্ত কর্মকর্তা ময়না মিয়া (৩০) এক ব্যক্তিকে একের অধিক ভিজিএফ রেশন কার্ড প্রধান করলে এই দূর্নীতিকে প্রত্যক্ষভাবে ধরে ফেলেন বংশীকুন্ডা দক্ষিন ইউনিয়নের সংরক্ষিত সদস্য মোছাম্মৎ মরিয়ম আক্তার এবং ময়না জনসম্মুখে কষে তাপ্পর মারা হয় ।শুধু এই ঘটনাটি নই এর পূর্বে তার বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ হয়। কিন্তু তার বিরুদ্ধে কোনো প্রকার আইনী ব্যাবস্হা গ্রহন করা হয়নি তাই এই এলাকার গন মানুষের প্রানের দাবি তাকে আইনের হাতে তূলে দিয়ে দূর্নীতিমুক্ত দেশ গড়তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহবান জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ২৩:৩২:৩৪ ৬৮৫ বার পঠিত