রবিবার, ৯ জুলাই ২০১৭
চিকুনগুনিয়ায় আক্রান্তদের ক্ষতিপূরণ নয় কেন ; হাইকোর্ট
Home Page » এক্সক্লুসিভ » চিকুনগুনিয়ায় আক্রান্তদের ক্ষতিপূরণ নয় কেন ; হাইকোর্ট
বঙ্গ-নিউজঃ গত কয়েক মাস ধরে রাজধানী ঢাকাসহ সারাদেশের মশাবাহিত রোগ চিকুনগুনিয়ার পাদুর্ভাব দেখা দিয়েছে। এরমধ্যেই মশাবাহিত এই রোগে আক্রান্তদের কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয়া হবে না, সেটি জানতে চেয়ে রুল দিয়েছেন উচ্চ আদালত।
রোববার এক রিট আবেদনের শুনানির প্রেক্ষিতে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। উচ্চ আদালতে এই রিটের পক্ষে শুনানি করেন আবেদনকারী সুপ্রীম কোর্টের আইনজীবী সুজাউদদ্দৌলা। অন্যদিকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার ছিলেন রাষ্ট্রপক্ষে।
রাজধানীতে ব্যাপকহারে ছড়িয়ে পড়া চিকুনগুনিয়া রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গত ৪ জুলাই আদালতে রিট আবেদন করেন আইনজীবী সুজাউদদ্দৌলা আকন। পরে সেই আবেদনের ওপর প্রাথমিক শুনানি শেষ করে আজ রুল দেন আদালত।
হাইকোর্টের রুলে স্প্রে ও যথাযথ ওষুধ ছিটিয়ে মশা ধ্বংস করতে সংশ্লিষ্টদের তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেয়া হবে না সেটিও জানতে বলা হয়েছে। পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে দেশব্যাপী জনসচেতনতা বৃদ্ধির ব্যবস্থা কেন নেয়া হবে না সেটিও জানতে চাওয়া হয়েছে।
রাজধানীর দুই সিটি করপোরেশনসহ দেশের বিভিন্ন আক্রান্ত এলাকার ডাম্পিং স্পটগুলো কেন পরিষ্কার করার হবে না সেটিও জানতে চাওয়া হয়েছে। আগামী তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে স্বাস্থ্যসচিব, এলজিআরডি সচিব, ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বিবাদীদের বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২:৪২:২২ ৪৯৩ বার পঠিত