শনিবার, ৮ জুলাই ২০১৭
ধসে পড়েছে দেশের সবচেয়ে উঁচু সড়ক
Home Page » এক্সক্লুসিভ » ধসে পড়েছে দেশের সবচেয়ে উঁচু সড়ক
ওসমান বঙ্গ-নিউজঃ পাহাড়ের উপর দিয়ে নির্মিত বান্দরবানের থানচি-আলিকদম সড়কটির বেশ কয়েকটি অংশ ধসে পড়েছে। টানা বৃষ্টির প্রভাবে এই ধসের ঘটনা ঘটেছে। এই সড়কটি দেশের সবচেয়ে উঁচু সড়ক হিসেবে পরিচিত।
৩৫ কিলোমিটার লম্বা সড়কটির অন্তত ছয়টি স্থানে ধসে পড়েছে। ধসে পড়া ঠেকাতে কয়েকটি জায়গায় রিটার্নিং দেয়া হলেও তিন দিনের টানা বৃষ্টিতে তাও ধসে গেছে। ফলে সড়কটি যে কোনো ধরনের যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বলে দাবি করেছে স্থানীয়রা।
২০০৬ সালে সেনাবাহিনীল তত্ত্বাবধানে সড়কটির নির্মাণ কাজ শুরু হয়। কাজ শেষ হয় ২০১৫ সালে। প্রায় এক দশক ধরে বানানো সড়কটিতে খরচ হয়েছে ১১৭ কোটি টাকা। সমতল থেকে আড়াই হাজার ফুট উঁচুতে সড়কটির অবস্থান। পাহাড় কেটে আঁকাবাঁকা সড়কটি নির্মাণ করা হয়েছে।
সড়কটিতে বেশিরভাগ সময় মোটরসাইকেল এবং চাঁদের গাড়ি ছাড়া কোনো গাড়ি চলেনি। নির্মাণের পর থেকেই সড়কটি ঝুঁকিপূর্ণ বলে বড় যান এই সড়কে চলে না।
সড়কটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় থানচি-আলিকদমে পণ্য সরবারহ ব্যহত হচ্ছে। কবে নাগাদ সড়কটি ফের যান চলাচলের উপযোগী হয়ে উঠবে, সে বিষয়ে কিছুই বলতে পারছেন না আলিকদম উপজেলার নির্বাহী কর্মকর্তা নায়রুজ্জামান। কোনো তথ্য নেই থানচি উপজেলা পরিষদ চেয়ারম্যান ক্যহ্লাচিং মার্মার কাছেও।
বাংলাদেশ সময়: ১৬:৫৫:৩৩ ৩৮৯ বার পঠিত