বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭
খাদ্য অধিকার আইনের দাবীতে যুব ছায়া সংসদ আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
Home Page » ফিচার » খাদ্য অধিকার আইনের দাবীতে যুব ছায়া সংসদ আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিতবঙ্গঃনিউজঃতরিকুল ইসলাম-আগামী ১৬ অক্টোবর-২০১৭, বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে ঢাকায় যুব ছায়া সংসদ এর ৬ষ্ঠ অধিবেশন আয়োজনের লক্ষ্যে সহযোগী সংগঠকদের এক প্রস্তুতি সভা গতকাল ৬ জুলাই অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী সংগঠন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড এর কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান মিটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রস্তুতি সভায় ১৫টি সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবীকে সামনে রেখে আগামী ৬ষ্ঠ যুব ছায়া সংসদে বাংলাদেশ সরকারের আইন কমিশন প্রণীত ‘খাদ্য নিরাপত্তা আইন-২০১৬’ খসড়াটি নিয়ে পর্যালোচনা করা হবে। এছাড়াও দেশে একটি খাদ্য অধিকার আইন দ্রুত প্রণয়নের দাবীতে ১ লক্ষ স্বাক্ষর সংগ্রহ করা এবং তা সরকারের শীর্ষ মহলে পেশ করারও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বলা হয়, যুব ছায়া সংসদ একটি ব্যতিক্রমী ও সৃজনশীল উদ্যোগ। অন্যান্যবারের মত এবারও জাতীয় সংসদের আদলে দেশের ৩০০টি নির্বাচনী এলাকা থেকে ৩০০ জন যুব প্রতিনিধি ‘৬ষ্ঠ যুব ছায়া সংসদ’ অধিবেশনে যোগ দিবে। যুব ছায়া সংসদের আলোচনা ও সিদ্ধান্তসমূহ পরবর্তিতে সরকারের নীতি নির্ধারণী মহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পেশ করা হবে।
সভায় বক্তব্য রাখেন- বঙ্গঃনিউজ প্রতিনিধি তরিকুল ইসলাম হাছিব, সময়ের দাবী প্রতিনিধি হাসনাত মুনওয়ার, ইয়ূথ এগেইনষ্ট হাঙ্গার এর শাহরিমা জান্নাত ঐশী, ইন্টার্ণ বিডি’র সুজিত দাস, কমিউনিটি পার্টিসিপেশন এর আফসানা আসাদ, অতন্দ্র বাংলাদেশ এর জুলিয়াস সিজার তালুকদার. থার্ড হ্যান্ড বাংলাদেশ এর কামরুজ্জামান ফয়সাল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯:৪৬:৪৩ ৭৯৫ বার পঠিত