বুধবার, ৫ জুলাই ২০১৭
বয়লার বিস্ফোরণ : মৃত তিনজনকে আসামি করে মামলা
Home Page » প্রথমপাতা » বয়লার বিস্ফোরণ : মৃত তিনজনকে আসামি করে মামলা
বঙ্গ-নিউজঃ গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর নয়াপাড়া এলাকায় মালটিফ্যাবস লিমিটেড কারখানার বয়লার বিস্ফোরণে ১৩ শ্রমিক নিহতের ঘটনায় জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় নিহতদের মধ্যে তিনজনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার রাতে জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ক্যাম্পের এএসআই মো. আবদুর রশিদ বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।
জয়দেবপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, মালটিফ্যাবস লিমিটেড কারখানার বয়লার বিস্ফোরণে নিহতের ঘটনায় কারখানার বয়লার অপারেটর আব্দুস সালাম, এরশাদ হোসেন, মনসুরুল হকের নাম উল্লেখসহ আরও ১০ জনকে আজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে। মামলায় নাম উল্লেখ থাকা তিন আসামি আব্দুস সালাম, এরশাদ হোসেন ও মনসুরুল হক বয়লার বিস্ফোরণে মারা গেছেন।
উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর নয়াপাড়া এলাকায় মাল্টিফ্যাবস লিমিটেড কারখানায় ভয়াবহ বয়লার বিস্ফোরণে ১৩ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও দুইজন নিখোঁজ রয়েছেন বলে জেলা প্রশাসনের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৫:৪৬:১৩ ৩৯১ বার পঠিত