বৃহস্পতিবার, ৬ জুন ২০১৩
“আসছে তাহসান এন্ড সুফিজের ১ম অ্যালবাম”
Home Page » বিনোদন » “আসছে তাহসান এন্ড সুফিজের ১ম অ্যালবাম”বঙ্গ- নিউজ ডটকমঃ সঙ্গীতশিল্পী তাহসান ২০১২ সালের ফেব্রুয়ারীতে একটি ব্যান্ড গড়েছিলেন। সুফি ঘরানার গান করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করা এ ব্যান্ডের নাম ‘তাহসান এন্ড সুফিজ’। এবার দেড় বছরের প্রস্তুতি নিয়ে প্রথম অ্যালবাম তৈরী করছে ব্যান্ডটি।বর্তমানে ইস্কাটন ও বেইলি রোডের স্টুডিওতে নিয়মিত অনুশীলন আর রেকর্ডিংয়ের কাজ চালিয়ে যাচ্ছে তাহসান এন্ড সুফিজ। ইতিমধ্যে চারটি গানের রেকর্ডিং শেষ।
এ বিষয়ে ব্যান্ডের ভোকাল তাহসান বঙ্গনিউজকে বলেন, “ব্যান্ড গড়ার মূল লক্ষ্য ছিল সুফিবাদ দর্শনের গান করা। তাই আমাদের প্রথম অ্যালবামে সুফি ঘরানার গান করছি। তবে গানের কথা সুফিবাদের হলেও রক ধারার গানই করছি আমরা।”
এ বছর দুই ঈদের মাঝামাঝি সময়েই ব্যান্ডের প্রথম অ্যালবাম বের হবে বলে জানান তাহসান। এখন পর্যন্ত অ্যালবামের নাম চূড়ান্ত হয়নি।
ব্যান্ড লাইনআপ- তাহসান (কিবোর্ড, ভোকাল), জিয়া (লিড গিটার), শিমুল (বেস গিটার) এবং রুবেল (ড্রামস)।
বাংলাদেশ সময়: ২১:১৬:৪২ ৭১৭ বার পঠিত