মঙ্গলবার, ৪ জুলাই ২০১৭
অপেক্ষা -শিরিন সুলতানা
Home Page » সাহিত্য » অপেক্ষা -শিরিন সুলতানা
আমি তোমার জন্য অপেক্ষা করেছি;
হাজার বছর, মাস, যুগ।
আমি তোমার জন্য আকাশের বিশালতার মতো অন্তরমূলে জায়গা রেখে অপেক্ষা করেছি।
তুমি দেখনি কাশ বনের সাদা ফুলের
দোলা,
তুমি দেখনি আকাশের মেঘের পরে
মেঘের কত প্রেমলীলা;
তুমি দেখনি কত যে পালতোলা নৌকায় বসে হাজার ঢেউয়ের আর বৈঠার প্রেমখেলা।
আমি দেখেছি সকল আহবানের বাণী;
বড়ই দোলায় এই মনের গহীনের অনুভূতি আর অপেক্ষা গুলিকে।
তুমি দেখনি পাখিদের কিচিরমিচির শব্দে পাওয়া যায় প্রেমের বার্তা,
তুমি বুঝনি ভোরের বাতাসে থাকে কামিনীর শুভ্র ঘ্রাণ।
আমি শুধু দেখে গেলাম প্রেমিক পুরুষ;
আমি অপেক্ষা করতে শিখেছি হাজার
ব্যর্থতার পর।
আমি আদি অনাদি কাল অপেক্ষায়
থাকবো তোমার শুধু তোমার,
তুমি আসবে’তো বলো না?
তুমি আমাকে ব্যর্থতার যাত্রা পথের
প্রেয়সী করো না,
আমি তোমার সেই প্রেমিকা;
যাকে তুমি মিলাতে পারবে না
অন্য কারো সাথে—।
বাংলাদেশ সময়: ২১:২১:৩৯ ৭০০ বার পঠিত