অপেক্ষা -শিরিন সুলতানা

Home Page » সাহিত্য » অপেক্ষা -শিরিন সুলতানা
মঙ্গলবার, ৪ জুলাই ২০১৭



শিরিন সুলতানা
আমি তোমার জন্য অপেক্ষা করেছি;
হাজার বছর, মাস, যুগ।
আমি তোমার জন্য আকাশের বিশালতার মতো অন্তরমূলে জায়গা রেখে অপেক্ষা করেছি।
তুমি দেখনি কাশ বনের সাদা ফুলের
দোলা,
তুমি দেখনি আকাশের মেঘের পরে
মেঘের কত প্রেমলীলা;
তুমি দেখনি কত যে পালতোলা নৌকায় বসে হাজার ঢেউয়ের আর বৈঠার প্রেমখেলা।
আমি দেখেছি সকল আহবানের বাণী;
বড়ই দোলায় এই মনের গহীনের অনুভূতি আর অপেক্ষা গুলিকে।
তুমি দেখনি পাখিদের কিচিরমিচির শব্দে পাওয়া যায় প্রেমের বার্তা,
তুমি বুঝনি ভোরের বাতাসে থাকে কামিনীর শুভ্র ঘ্রাণ।
আমি শুধু দেখে গেলাম প্রেমিক পুরুষ;
আমি অপেক্ষা করতে শিখেছি হাজার
ব্যর্থতার পর।
আমি আদি অনাদি কাল অপেক্ষায়
থাকবো তোমার শুধু তোমার,
তুমি আসবে’তো বলো না?
তুমি আমাকে ব্যর্থতার যাত্রা পথের
প্রেয়সী করো না,
আমি তোমার সেই প্রেমিকা;
যাকে তুমি মিলাতে পারবে না
অন্য কারো সাথে—।

বাংলাদেশ সময়: ২১:২১:৩৯   ৭০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ