সোমবার, ৩ জুলাই ২০১৭

ভাষার জন্য__ নাজমুল কবির

Home Page » শিক্ষাঙ্গন » ভাষার জন্য__ নাজমুল কবির
সোমবার, ৩ জুলাই ২০১৭



ভাষার জন্য
_ নাজমুল কবিরবাংলা আমার মায়ের ভাষা
বাংলা আমার প্রাণের ভাষা
বাংলা আমার প্রাণ
বাংলায় মিশে আছে দেহ
বাংলার বুকে আছে কেহ
থামায় আমার গান।

বাংলা বানানের শুদ্ধতা চাই না
বাংলা বানানের পরিবর্তন চাই না
প্রমিত বাংলা বানানের উছিলায়
বাংলা ভাষার বিলুপ্তি ঘটুক
চাই না এমন প্রমিত বাংলা।

পারো তো কিছু শব্দ জট মূর্ছনায়
ঝংকৃত হোক বাংলা ভাষায়
এগিয়ে যাবো সেই মিছিলের
অগ্রভাগে
বুকের রক্তগঙ্গায় ভাসাবো
সুবিশাল তেপান্তর
চিরায়ত বাংলার বুকে মৃত্যুকে
ডেকে সাথে নিয়ে হারিয়ে
যাবো নীল জোছনায়।
মহুয়ায় এঁকে দেবো শঙ্খচিল…

---

বাংলাদেশ সময়: ১৫:৪৯:৩৮   ৪৫৪ বার পঠিত